Advertisement
০৬ মে ২০২৪
Kento Momota

আবার অস্ত্রোপচার মোমোতার

ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর কেন্তো মোমোতার চোখের নিচে হাড়ে অস্ত্রোপচার হল শনিবার।

সংশয়: টোকিয়ো অলিম্পিক্সেও অনিশ্চিত মোমোতা। ফাইল চিত্র

সংশয়: টোকিয়ো অলিম্পিক্সেও অনিশ্চিত মোমোতা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৯
Share: Save:

ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর কেন্তো মোমোতার চোখের নিচে হাড়ে অস্ত্রোপচার হল শনিবার। এই নিয়ে দ্বিতীয় বার। স্বভাবতই তাঁর কোর্টে ফেরা অনিশ্চিত হয়ে গেল। ২৫ বছরের জাপানি তারকা মালয়েশিয়ায় এক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে গাড়ি দুর্ঘটনায় আহত হন। মূল আঘাত লাগে চোখে।

চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, মোমোতার সুস্থ হতে অন্তত তিন মাস লাগবে। কিন্তু নতুন অস্ত্রোপচারের পরে তাঁর প্রত্যাবর্তন আরও অনিশ্চিত হল। মোমোতা নিজে বলেছিলেন, অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে খেলবেন। কিন্তু জাপানের পাবলিক ব্রডকাস্টারের তরফ থেকে জানানো হল, সে সম্ভাবনা নেই। গত বছর মোমোতা ১১টি খেতাব জেতেন। তার মধ্যে রয়েছে বিশ্ব ও এশীয় সেরার ট্রফি। বলেছিলেন, নিজের দেশের অলিম্পিক্সে সোনা জেতা তাঁর সব চেয়ে বড় স্বপ্ন। কিন্তু কুয়ালা লামপুরের আকস্মিক দুর্ঘটনায় মোমোতার স্বপ্নের পাশে এখন প্রশ্নচিহ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kento Momota Badminton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE