Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দিল্লিকে হারিয়ে পঞ্চম স্থানে কেরল

দীপেন্দ্র নেগি-ইয়ান হিউম যুগলবন্দিতে দুরন্ত প্রত্যাবর্তন। শনিবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ দিল্লি ডায়নামোজ এফসি-কে ২-১ হারিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে উঠে এল কেরল ব্লাস্টার্স এফসি।

দিল্লির বিরুদ্ধে গোলের পরে উল্লসিত হিউম। ছবি: আইএসএল

দিল্লির বিরুদ্ধে গোলের পরে উল্লসিত হিউম। ছবি: আইএসএল

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০৩:৪৭
Share: Save:

দীপেন্দ্র নেগি-ইয়ান হিউম যুগলবন্দিতে দুরন্ত প্রত্যাবর্তন। শনিবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ দিল্লি ডায়নামোজ এফসি-কে ২-১ হারিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে উঠে এল কেরল ব্লাস্টার্স এফসি।

শনিবার কোচিতে ঘরের মাঠ জওহরলাল নেহরু স্টেডিয়ামে অবশ্য শুরুতেই বিপর্যয় নেমে আসে কেরল শিবিরে। পেনাল্টি থেকে গোল করে দিল্লিকে এগিয়ে দেন কালু উচে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরান দীপেন্দ্র। ৪৬ মিনিটে কর্ণ সাওনের পরিবর্তে তাঁকে নামান কোচ ডেভিড জেমস। মাঠে নামার দু’মিনিটের মধ্যেই গোল করেন কেরলের ১৯ বছর বয়সি স্ট্রাইকার।

১-১ হওয়ার পরেও অবশ্য স্বস্তি ফেরেনি কেরল শিবিরে। এমনকী, অন্যতম অংশীদার কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও গ্যালারিতে উদ্বিগ্ন মুখে বসে থাকে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত অবশ্য হাসিমুখেই মাঠ ছাড়েন মাস্টার ব্লাস্টার। সৌজন্যে হিউম। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কেরলকে এগিয়ে দেন তিনি। চারটি আইএসএল মিলিয়ে ২৮ গোল হয়ে গেল হিউমের। আইএসএলের ইতিহাসে এই মুহূর্তে তিনিই সর্বোচ্চ গোলদাতা। এই মরসুমেও এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন হিউম। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন দিল্লির ডিফেন্ডার প্রতীক চৌধুরি।

১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলের শীর্ষে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে দু’নম্বরে চেন্নাইয়িন এফসি। তৃতীয় স্থানে থাকা এফসি পুণে সিটি-র পয়েন্ট ১২ ম্যাচে ২২। শনিবার দিল্লিকে হারিয়ে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে কেরল উঠে এল পাঁচ নম্বরে। আজ, রবিবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে এফসি গোয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala Blasters Delhi Dynamos ISL 4 Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE