Advertisement
২৫ মার্চ ২০২৩
Kiss Cam

বক্সিং ডে টেস্টে দর্শকাসনে ঝড় তুলল ‘কিস ক্যাম’

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় কিস ক্যাম একটি জনপ্রিয় ট্রেন্ড। এই ট্রেন্ড অনুসারে দর্শকাসনে চুম্বনরত যুগলদের ক্যামেরা বন্দি করে স্টেডিয়ামের বড় পর্দায় তুলে ধরা।

বক্সিং ডে টেস্টে এ ভাবেই কিস ক্যামে মেতেছিলেন দর্শকরা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

বক্সিং ডে টেস্টে এ ভাবেই কিস ক্যামে মেতেছিলেন দর্শকরা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৮:৫০
Share: Save:

মেলবোর্নে জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্ট। বড়দিনের ছুটির আমেজে এমসিজির দর্শকাসন কানায় কানায় পরিপূর্ণ। প্রচুর যুগলও এসেছেন খেলা দেখতে। মাঠের ভেতর যখন জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা তখন দর্শকাসনে বসে ‘কিস ক্যাম’ খেলায় মেতেছেন যুগলরা।

Advertisement

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় কিস ক্যাম একটি জনপ্রিয় ট্রেন্ড। এই ট্রেন্ড অনুসারে দর্শকাসনে চুম্বনরত যুগলদের ক্যামেরা বন্দি করে স্টেডিয়ামের বড় পর্দায় তুলে ধরা।

বক্সিং ডে টেস্টের প্রথমদিনে যখন কোহালি ও পূজারা যখন ব্যাট করছিল তখন এক যুগলকে চুম্বনরত অবস্থায় দেখা যায় বড় পর্দায়। তার পর স্টেডিয়ামের দর্শকাসনে ছড়িয়ে পড়ে সেই ট্রেন্ড। এক এক করে অনেক যুগলেরই চুম্বন দৃশ্য ক্যামেরা বন্দি হয়। ক্রিকেট ছেড়ে দর্শকরা তখন কিস ক্যাম নিয়েই মেতে ওঠেন।

আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়ার পেন, বছরের সেরা গেন’! বুমরাকে নিয়ে ছন্দ করে টুইট বীরুর

Advertisement

এই মেলবোর্ন টেস্টের এই কিস ক্যামের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লাইকের পাশাপাশি প্রচুর মানুষ শেয়ার করেছেন এটি।

আরও পড়ুন: ধোনি তো ওয়ানডে দলে ফিরছে! ঋষভকে স্লেজিং করলেন টিম পেন

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.