Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কেকেআরকে এগিয়ে রাখবে ইউসুফের ফর্ম আর গেমপ্ল্যান

প্লে-অফের যুদ্ধে কোটলায় কে এগিয়ে, কেকেআর না সানরাইজার্স? উত্তর খুঁজলেন দীপ দাশগুপ্ত

ছবি সুদীপ্ত ভৌমিক

ছবি সুদীপ্ত ভৌমিক

দীপ দাশগুপ্ত
শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:৩৫
Share: Save:

কোথায় এগিয়ে সানরাইজার্স

• কোটলার পিচে বল ব্যাটে ভাল আসবে। ওয়ার্নার, শিখর, যুবরাজদের মতো বিগ হিটারদের যেটা পছন্দের। ইডেনে রবিবার ওয়ার্নাররা সেটা পায়নি।

কোথায় পিছিয়ে সানরাইজার্স

• ওয়ার্নার, শিখরের উপর অতিরিক্ত নির্ভরতা। এই দু’জন ছাড়া বাকিরা ২০-৩০ রানের বেশি করেনি এ মরসুমে। যুবরাজের ব্যাটেও এখনও আসেনি বড় রান।

• পরপর দুটো ম্যাচ হেরে প্লে অফে নামবে সানরাইজার্স। তাই সে ভাবে ছন্দে থাকবে না।

• নেহরা না থাকায় সানরাইজার্সের প্রধান অস্ত্র বোলিংয়ের ধারটা সে রকম দেখা যাচ্ছে না।

কোথায় এগিয়ে কেকেআর

• মুস্তাফিজুরের বিরুদ্ধে প্ল্যানিং। ইডেনে কেকেআর ব্যাটসম্যানদের প্ল্যানটা ছিল, মুস্তাফিজুরকে অন সাইডে স্লগ করব না। মুস্তাফিজুরের বলের অ্যাঙ্গেলে মারব। অফে বা সোজা ব্যাটে। কোটলাতেও সেটা না হওয়ার কোনও কারণ নেই।

• কোটলা গম্ভীরের হোমগ্রাউন্ড। ছোটবেলা থেকে এই মাঠে খেলছে। হাতের তালুর মতো চেনে। তাই প্ল্যান করতে সুবিধে হবে গম্ভীরের।

• ইউসুফের বিধ্বংসী ফর্ম। ওপেনাররা ব্যর্থ হলেও মিডল অর্ডারে ইউসুফ একাই টেনে দিচ্ছে।

কোথায় পিছিয়ে কেকেআর

• কোটলার পিচে স্লো বোলাররা অতটা সাহায্য নাও পেতে পারে। কেকেআরের যেটা প্রধান অস্ত্র।

• আন্দ্রে রাসেলের বিকল্প এখনও না খুঁজে পাওয়া।

এগিয়ে কে

• নাইটদেরই এগিয়ে রাখব ৫৫-৪৫।

আইপিএলের সময়সূচি
আইপিএলের পয়েন্ট টেবল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SRH KKR Deep Dasgupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE