Know how much money are IPL franchises spending to retain their players dgtl
IPL 2018
কোহালি-ধোনিদের ধরে রাখতে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি কত টাকা খরচ করছে জানেন?
আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে ক্রিকেট সার্কিটের সব থেকে গ্ল্যামারাস টুর্নামেন্ট আইপিএল। এক ঝলকে দেখে নেওয়ায় যাক কত টাকার বিনিময় তারকা ক্রিকেটারদের ধরে রাখল ফ্রাঞ্চাইজিগুলি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ১২:৩৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বিরাট কোহালি: সর্বোচ্চ ১৭ কোটি টাকা খরচ করে বিরাটকে ধরে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
০২১০
মহেন্দ্র সিংহ ধোনি: আইপিএলের অন্যতম সফল অধিনায়ক ধোনিকে ১৫ কোটি টাকার বিনিময় ধরে রাখল চেন্নাই সুপার কিঙ্গস।
০৩১০
রোহিত শর্মা: আইপিএল জয়ী অধিনায়ককে ধরে রাখতে ১৫ কোটি টাকা খরচ করেছে মুম্বই ইন্ডিয়ান্স।
০৪১০
ডেভিড ওয়ার্নার: বিধ্বংসী অজি ব্যাটসম্যানকে ধরে রাখতে সানরাইজার্স হায়দরাবাদ খরচ করেছে ১২কোটি টাকা।
০৫১০
স্টিভ স্মিথ: ১২ কোটি টাকার বিনিময় অজি অধিনায়ককে ধরে রেখেছে রাজস্থান রয়্যাল্স।
০৬১০
সুরেশ রায়না: ১১ কোটি টাকায় রায়নাকে ধরে রেখেছে সিএসকে।
০৭১০
হার্দিক পাণ্ড্য: ভারতীয় দলের প্রধান অলরাউন্ডারকে ধরে রাখতে মুম্বই ইন্ডিয়ান্সের খরচ হয়েছে ১১ কোটি টাকা।
০৮১০
এবি ডেভিলিয়ার্স: ১১ কোটি টাকার বিনিময় এবিডিকে ধরে রেখেছে আরসিবি।
০৯১০
সুনীল নারিন: মিস্ট্রি বোলারকে ধরে রাখতে কলকাতা নাইট রাইডার্সের খরচ হয়েছে ৮.৫ কোটি টাকা।
১০১০
ভুবনেশ্বর কুমার: ৮.৫ কোটি টাকার বিনিময় ভুবিকে ধরে রাখল সানরাইজার্স হায়দরাবাদ।