Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাপ-সংস্কার উড়িয়ে এ বার রোনাল্ডো ছাঁটে অবতীর্ণ বিরাট

শেন ওয়ার্নের ঘরের মাঠে শুক্রবার দুপুরে আবার যখন ভারত প্র্যাকটিস করবে ধরে নেওয়া যায়, প্রত্যেকটা ক্যামেরার লেন্স তাঁর ওপর জুম করা থাকবে! তিনি, বিরাট কোহলি বৃহস্পতিবার বিকেল নাগাদ এখানকার নামী হেয়ারস্টাইলিং সেলুন ‘টনি অ্যান্ড গাই’-তে গিয়ে রোনাল্ডোর স্টাইলে চুল কেটে এলেন।

বৃহস্পতিবার নতুন ছাঁটে বিরাট কোহলি। ছবি: টুইটার।

বৃহস্পতিবার নতুন ছাঁটে বিরাট কোহলি। ছবি: টুইটার।

গৌতম ভট্টাচার্য
মেলবোর্ন শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৫২
Share: Save:

শেন ওয়ার্নের ঘরের মাঠে শুক্রবার দুপুরে আবার যখন ভারত প্র্যাকটিস করবে ধরে নেওয়া যায়, প্রত্যেকটা ক্যামেরার লেন্স তাঁর ওপর জুম করা থাকবে!

তিনি, বিরাট কোহলি বৃহস্পতিবার বিকেল নাগাদ এখানকার নামী হেয়ারস্টাইলিং সেলুন ‘টনি অ্যান্ড গাই’-তে গিয়ে রোনাল্ডোর স্টাইলে চুল কেটে এলেন। এ দিন ডে’ভিলিয়ার্সরা ট্রেনিং করলেও ভারতীয়দের অনুশীলন বিরতি ছিল। তাই যে যাঁর মতো এ-দিক ও-দিক ঘুরতে বার হয়েছিলেন। ইয়ারা নদীর ধারে সাংবাদিকেরা ওঁত পেতে ছিলেন তারকারা কে কোথায় যান খোঁজ করার জন্য। হঠাৎ-ই খবর রটে যায় রোহিত শর্মা যাচ্ছেন রিভার ক্রুজে। চ্যানেল আর ক্যামেরার দল বেরিয়ে যায় রোহিতকে ধরতে। তখনও বিরাটকে কেউ দেখতে পাচ্ছেন না, তা হলে কি বিরাট অন্য কোনও দিক দিয়ে তাঁদের চোখে ধুলো দিয়ে চলে গেলেন? ভারতীয় ক্রিকেট মিডিয়ার মুখ্য লক্ষ্য অবশ্যই এই মুহূর্তে বিরাট। আরও বেশি তাঁকে নিয়ে কৌতুহল— পাছে মেলবোর্নের কোথাও হঠাৎ অনুষ্কাকে তাঁর সঙ্গে পাওয়া যায়!

এর পর কোনও কোনও চ্যানেলের ক্যামেরাম্যান হঠাৎ খবর পেয়ে যান বিরাট বেরিয়ে পড়েছেন হেয়ার স্টাইলিং আউটফিটের দিকে। এবিপি নিউজের ক্যামেরাম্যান সবার আগে বিরাটের নতুন চুলের স্টাইলের এক্সক্লুসিভ ছবি পেয়ে যান। ‘টনি অ্যান্ড গাই’-এর মেলবোর্নে বেশ কয়েকটা শাখা রয়েছে। তা শোনা গেল, বিরাট গেছিলেন কলিন্স স্ট্রিটে।

সাধারণত বিশ্বকাপ জাতীয় টুর্নামেন্টের মধ্যে কেউ চেহারা-ছবি বিরাট একটা বদল করতে চায় না। রান পেয়ে গেলে তো আরওই না। তখন সংস্কারবশত সেই লুকটাই সে ধরে রাখতে চায়। বিরাট দেখা গেল ব্যতিক্রম।

টুর্নামেন্টে পাকিস্তান ম্যাচে তাঁর সেঞ্চুরি দেখে স্টিভ ওয় আনন্দবাজারেই লিখেছেন, টেস্ট সিরিজে একা অস্ট্রেলিয়াকে লড়াই দিতে দিতে বোধহয় শেষ দিকে ও একটু ক্লান্ত হয়ে পড়েছিল। বিশ্বকাপ আসতেই চাঙ্গা হয়ে গেছে। হরভজন সিংহ আজ টিভি শোয়ে বলেছেন, যতই এবি ডে’ভিলিয়ার্স বলুন, বিশ্বের এক নম্বর কিন্তু আমাদের বিরাট।

আজকের ‘টনি ও গাই’-কাণ্ডের পর ধরে নেওয়া যায় আলোচনাটা রোববার খেলা শুরু পর্যন্ত তাঁর নতুন হেয়ারস্টাইলের ওপর থাকবে! এমনকী অনুষ্কাও এখন দু’নম্বরে!

অনুষ্কার বিরাট-প্রীতি

অস্ট্রেলিয়ায় ভারতের বিশ্বকাপ অভিযানে লড়ছেন বিরাট কোহলি। আর ভারতীয় বোর্ডের নিয়মের জাঁতাকলে পড়ে তিনি মুম্বইয়ে। অনুষ্কা শর্মা। প্রেমিকের থেকে হাজারো মাইল দূরে থাকলেও তাঁর মন পড়ে কিন্তু সুদূর অস্ট্রেলিয়াতেই। নতুন ছবির প্রচারে এসেও তাঁর কথায় এসে পড়ল বিরাট-প্রসঙ্গ। এক ওয়েবসাইটকে বলিউড তারকা বলেন, “আমি অন্য ভারতীয় সমর্থকদের মতোই, বন্ধুরা। ভারত মাঠে নামলে সবার মতো আমিও চাই টিম ভাল খেলুক। আর বিরাটের ব্যাটিং দেখতে দারুণ লাগে।”

মোবাইল গেমসে কোহলি

শুধু ক্রিকেট মাঠে নয়। এ বার বিরাট কোহলিকে পাবেন আপনার মোবাইলেও। নয়াদিল্লির এক মোবাইল গেমস ডেভলপার এ বার বিরাট কোহলিকে নিয়ে তৈরি করেছে এক নতুন গেমস। আগামী তিন বছরে বিরাটকে নিয়ে ওয়েবসাইট ও ডিটিএইচেও গেমস তৈরি করবে তারা। এই নিয়ে বিরাট নিজেই বেশ উৎফুল্ল। বলেছেন, “আমাকে নিয়ে মোবাইল গেমস বেশ এক্সাইটিং।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world cup 2015 gautam bhattacharya Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE