প্রথম বছরের স্মৃতি আবার ফিরিয়ে আনল কলকাতা-কেরল ফাইনাল। সেই দুই দল, সেই ফলাফল। আবারও কেরল ব্লাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন কলকাতা। সৌরভ বনাম সচিন লড়াইয়ে বাজিমাত সেই দাদারই। রবিবারের কোচি ছিল ফুটবলময়। সেই ফুটবলের মাঠ থেকেই দেখে নেওয়া যাক হাড্ডাহাড্ডি লড়াই সেই ছবি। কোথাও উৎসব কোথাও হতাশা। তবুও শেষ বেলায় জয় সেই ফুটবলেরই। ছবিতে দেখে নেওয়া যায় আইএসএল ফাইনাল।
আরও খবর: টাইব্রেকারে বাজিমাত কলকাতার, সচিনকে হারিয়ে জয় সৌরভের