Advertisement
০১ মে ২০২৪

গম্ভীরের কাছে ২ উইকেটে হার ধোনির

৩ বল বাকি থাকতে উমেশ যাদবের ছক্কাটাই হাসি ফোটাল গম্ভীরের মুখে। টস জিতে এদিন পুণেকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬০ রানই তোলে পুণে।

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ১৯:৫৬
Share: Save:

পুণে ১৬০/৫ (২০ ওভারে)

কলকাতা ১৬২/৮ (১৯.৩/২০ ওভারে)

২ উইকেটে পুণেকে হারিয়ে দিল কলকাতা

৩ বল বাকি থাকতে উমেশ যাদবের ছক্কাটাই হাসি ফোটাল গম্ভীরের মুখে। টস জিতে এদিন পুণেকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬০ রানই তোলে পুণে। জবাবে ব্যাট করতে এসে প্রতিদিনের মতো দলকে ভরসা দিতে পারেননি দলের দুই ওপেনার। প্রথম বলেই উথাপ্পার আউটের পর১১ রান করেই রান আউট হয়ে যান গম্ভীর। এর পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন সূর্যকুমার যাদব। তাঁকে যোগ্য সঙ্গত ইউসুফ পঠানের। করেন ৩৬ রান। কিন্তু পর পর উইকেট হারিয়ে একটা সময় রীতিমতো চাপে পড়ে যায় কেকেআর। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন বাকি ব্যাটসম্যানরা। কেউ বড় রান করতে না পারলেও কেকেআরকে লক্ষ্যে পৌঁছে দেন। পুণের হয়ে জোড়া উইকেট নেন মর্কেল, পেরেরা ও ভাটিয়া।

• ছক্কা মেরে কেকেআরকে জেতালেন উমেশ যাদব।

• উমেশ যাদবের ছক্কা।

• পেরেরার বলে স্মিথকে ক্যাচ দিয়ে আউট চাওলা। করলেন ৮ রান।

আউট...

• ১৯ ওভারে কলকাতা ১৫৪/৭।

• মর্কেলের বলে বোল্ড সথিশ। করলেন ১০ রান।

আউট...

• মর্কেলকে সথিশের ছক্কা।

• ১৮ ওভারে কলকাতা ১৪৩/৬।

• পেরেরার বলে দু প্লেসিকে ক্যাচ দিয়ে ১৭ রান করে আউট আন্দ্রে রাসেল।

• আউট...

• ১৬ বলে ২৪ রান দরকার।

• ১৭ ওভারে কলকাতা ১৩৬/৫।

• ১৭তম ওভারে ১৭ রান দিলেন অঙ্কিত।

• অঙ্কিতকে রাসেলের জোড়া ছক্কা।

• পুণের রান আউটের আবেদন।

• আন্দ্রে রাসেলের সঙ্গে ব্যাট করতে এসেছেন রাজাগোপাল সথিশ।

• বল করছেন অঙ্কিত।

• ১৬ ওভারে কলকাতা ১১৯/৫।

• অশ্বিনের বলে এলবিডব্লু সূর্যকুমার যাদব। করলেন ৬০ রান।

• আউট...

• অশ্বিনকে সূর্য কুমার যাদবের বাউন্ডারি।

• ১৫ ওভারে কলকাতা ১১৪/৪।

• ব্যাট করতে এসেছেন আন্দ্রে রাসেল।

• ৫৫ রানে ব্যাট করছেন সূর্যকুমার যাদব।

• ভাটিয়ার বলে৩৬ রান করে এলবিডব্লু হলেন ইউসুফ পঠান।

• আউট...

• ১৪ ওভারে কলকাতা ১১০/৩।

• এই ওভার থেকে এল ১৩ রান।

• অশ্বিনকে পঠানের ওভার বাউন্ডারি।

• ১৩ ওভারে কলকাতা ৯৭/৩।

• ভাটিয়াকে পঠানের বাউন্ডারি।

• ১২ ওভারে কলকাতা ৮৯/৩।

• ইউসুফ পঠানের ওভার বাউন্ডারি।

• সূর্য কুমার যাদবের হাফ সেঞ্চুরি।

• ১১ ওভারে কলকাতা ৮১/৩।

• অঙ্কিত শর্মার ওভারে মাত্র ৩ রানই নিতে পারল কলকাতা।

• সূর্যযাদবের সঙ্গে ব্যাট করছেন ইউসুফ পঠান।

• ১০ ওভারে কলকাতা ৭৮/৩।

• ৯ ওভারে কলকাতা ৭২/৩।

• আবার ভাটিয়া। দিলেন ৪ রান।

• ৮ ওভারে কলকাতা ৬৮/৩।

• ৭ ওভারে কলকাতা ৬২/৩।

• দিলেন মাত্র ৩ রান।

• কেকেআর-এর রানের গতি কমিয়ে দিলেন ভাটিয়া।

• ভাটিয়ার বলে বোল্ড সাকিব আল হাসান। করলেন মাত্র ৩ রান।

• আউট...

• ৬ ওভারে কলকাতা ৫৯/২।

• এই ওভারে ১০ রান এল।

• অশ্বিনকে যাদবের ছক্কা।

• ৫ ওভারে কলকাতা ৪৯/২।

• পেরেরাকে যাদবের বাউন্ডারি।

• বল করতে এসেছেন পেরেরা।

• ৪ ওভারে কলকাতা ৪২/২।

• এই ওভারে এল ১১ রান।

• অশ্বিনকে যাদবের ছক্কা।

• বল করতে এসেছেন অশ্বিন।

• সূর্যকুমারের সঙ্গে ব্যাট করতে এলেন সাকিব।

• ৩ ওভারে কলকাতা ৩১/২।

• দুই ওপেনারকে হারিয়ে সমস্যায় কেকেআর।

• মর্কেলের ওভারে ১১ রান করে রান আউট হলেন গৌতম গম্ভীর।

• আউট...

• মর্কেলকে যাদবের জোড়া বাউন্ডারি।

• ২ ওভারে কলকাতা ২১/১।

• ১ ওভারে কলকাতা ১৫/১।

• শেষ বলে বাউন্ডারি যাদবের।

• ব্যাট করতে এসেছেন সূর্যকুমার যাদব।

• মর্কেলকে গম্ভীরের জোড়া বাউন্ডারি।

• প্রথম বলেই আউট উথাপ্পা। মর্কেলের বলে এলবিডব্লু হলেন তিনি।

• আউট...

• কলকাতার ব্যাটিং শুরু।

কলকাতা নাইটরাইডার্সের সামনে ১৬১ রানের টার্গেট রাখল পুণে সুপার জায়ান্টস। টস জিতে প্রথমে পুণেকে ব্যাট করতে পাঠান গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানই তুলতে সক্ষম হয় পুণে। ওপেন করতে এসে ব্যাট হাতে পুণেকে ভরসা দেন অজিহ্ক রাহানে। ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে রাহানের ব্যাট থেকে আসে ৬৭ রানের ইনিংস। আর এক ওপেনার দু প্লেসিকে মাত্র ৪ রানেই প্যাভেলিয়নে পাঠা্ন সাকিব। ৩১ রান করে রান আউট হন স্মিথ। কেকেআর-এর হয়ে একটি করে উইকেট নেন সাকিব, নারিন, সথিশ ও উমেশ যাদব।

• ২০ ওভারে পুণে ১৬০/৫।

• শেষ ওভারে ১৭ রান নিলেন একা ধোনি। তার মধ্যে রয়েছে একটি ওভার বাউন্ডারি, দু’টি বাউন্ডারি, একটি ডাবল ও একটিু সিঙ্গল।

• ১৯ ওভারে পুণে ১৪৩/৫।

• উমেশ যাদবের ওভারের প্রথম বলেই ১৬ রান করে আউট হলেন মর্কেল।

আউট...

• ১৮ ওভারে পুণে ১৩৩/৪।

• ব্যাট করতে এলেন ধোনি।

• উইকেট নিয়েই মর্কেলের থেকে জোড়া ওভার বাউন্ডারি হজম করতে হল নারিনকে।

• ৬৭ রান করে নারিনের বলে নারিনকে ক্যাচ দিয়েই আউট হলেন অজিঙ্ক রাহানে।

• আউট...

• ১৭ ওভারে পুণে ১১৯/৩।

• ১১ রান দিলেন যাদব।

• উমেশ যাদবকে আবার ছক্কা হাঁকালেন রাহানে।

• ১৬ ওভারে পুণে ১০৮/৩।

• চাওলাকে রাহানের ওভার বাউন্ডারি।

• কোথায় এম এস ধোনি?

• ব্যাট করতে এলেন মর্কেল।

• ১৫ ওভারে পুণে ১০০/৩।

• সথিশের বলে ১২ রান করে বোল্ড হলেন পেরেরা।

• আউট...

• সথিশকে পেরেরার ওভার বাউন্ডারি।

• রাহানের হাফ সেঞ্চুরি।

• ১৪ ওভারে পুণে ৯০/২।

• হাফ সেঞ্চুরির সামনে অজিঙ্ক রাহানে।

• ১৩ ওভারে পুণে ৮৩/২।

• সথিশের ওভারে এল ৪ রান।

• ৩১ রান করে রান আউট হলেন স্মিথ।

• আউট...

• ১২ ওভারে পুণে ৭৯/১।

• নারিনকে স্মিথের বাউন্ডারি।

• ১১ ওভারে পুণে ৭১/১।

• ১০ রান দিলে্ন চাওলা।

• ১০ ওভারে পুণে ৬১/১।

• রাজাকোপাল এই ওভারে দিলেন ৬ রান।

•৩৬ রানে রাহানে ও ১৫ রানে স্মিথ ব্যাট করছেন।

• ৯ ওভারে পুণে ৫৫/১।

• ৮ রান দিলেন শুরুতে।

• বল করতে এলেন পীযুশ চাওলা।

• ৮ ওভারে পুণে ৪৭/১।

• এই ওভারে দিলেন মাত্র ৪ রান।

• বল হাতে আজ ভরসা দিচ্ছেন সাকিব।

• ৭ ওভারে পুণে ৪৩/১।

• সব মিলে এই ওভারে এল ১২ রান।

• রাসেলের ওভারে জোড়া বাউন্ডারি স্মিথের।

• ৬ ওভারে পুণে ৩১/১।

• মাত্র ৩ রান দিলেন সাকিব।

• ৫ ওভারে পুণে ২৮/১।

• ৪ রান দিলেন নারিন।

• বল করতে এসেছেন সুনীল নারিন।

• ৪ ওভারে পুণে ২৪/১।

• আজ সাকিবের প্রথম ওভারে এল ৭ রান ১ উইকেট।

• ৪ রান করে বোল্ড হলেন দু প্লেসি।

• দু প্লেসিকে মাত্র চার রানে প্যাভেলিয়নে পাঠালেন সাকিব।

• আউট....

• সাকিবকে রাহানের বাউন্ডারি।

• বল করতে এসেছেন সাকিব আল হাসান।

• ৩ ওভারে পুণে ১৭/০।

• এই ওভারে এল ১১ রান।

• এই ওভারেই মর্কেলকে রাহানের ওভার বাউন্ডারি।

• মর্কেলকে রাহানের ওভার বাউন্ডারি।

• দুই ব্যাটসম্যানই ব্যাট করছেন ৩ রানে।

• ২ ওভারে পুণে ৬/০।

• দ্বিতীয় ওভারে এল ৪ রান।

• কেকেআর এর দ্বিতীয় ওভারে বল হাতে নেমেছেন আন্দ্রে রাসেল।

• ১ ওভারে পুণে ২/০।

• বল হাতে শুরুটা ভালই হল কেকেআর-এর। এল মাত্র ২ রান।

• বল করছেন মর্নি মর্কেল।

• পুণের হয়ে ওপেন করতে নেমেছেন অজিঙ্ক রাহানে ও ফাফ দু প্লেসি।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কলকাতা নািট রাইডার্স। পর পর তিনটে হার। এবার ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া পুণে সুপারজায়ান্টস। লড়াইটা কী তাহলে গম্ভীর বনাম ধোনির? গম্ভীর যখন পর পর ম্যাচ জিতে নিজের অধিনায়কত্বের পতাকা ওড়াচ্ছেন তখনই দেশের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আইপিএল তেমন ভাল যাচ্ছে না। মাত্র একটি ম্যাচেই জয়ের মুখ দেখেছে। আট টিমের মধ্যে তালিকায় এখন সপ্তমে আইপিএল-এর নতুন এই দল। উল্টোদিকে, তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট বাহিনী কিন্তু কঠিন চ্যালেঞ্জের সামনে। এর মধ্যেই দুই দলে রক্তচাপ বাড়িয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ছিটকে যাওয়া। চোটের জন্য যে সময় আইপিএল থেকেই ছিটকে গেলেন কেভিন পিটারসন ঠিক তখনই চিকেন পক্সে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলা হবে না মনীশ পাণ্ডের। এবার দেখার শেষ হাসি কে হাসে ধোনি-গম্ভীর লড়াইয়ে।

আরও খবর

চিকেন পক্স মনীশের, দলে আসতে পারেন জ্যাকসন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kkr pune gambhir dhoni ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE