Advertisement
০২ মে ২০২৪

লিনকে রান আউট, বুমরাকে ‘নতুন জন্টি’ বলছেন ক্রুণাল

ফলো থ্রু-তে বল ধরে, ঘুরে গিয়ে এক থ্রোয়ে উইকেট ভেঙে দিয়ে ক্রিস লিনকে রান আউট করেন বোলার যশপ্রীত বুমরা। যে ফিল্ডিংয়ের প্রশংসা শোনা গিয়েছে বিশেষজ্ঞদের মুখে। তবে বুমরা সব চেয়ে বড় শ‌ংসাপত্র পেয়ে গেলেন তাঁরই এক সতীর্থের কাছে। সিডনির টি-টোয়েন্টি ম্যাচের নায়ক ক্রুণাল তাঁর সতীর্থের তুলনা করলেন জন্টি রোডসের সঙ্গে।

প্রশংসা: লিনকে রান আউটের পরে। বুমরায় মুগ্ধ ক্রুণাল। ফাইল চিত্র

প্রশংসা: লিনকে রান আউটের পরে। বুমরায় মুগ্ধ ক্রুণাল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০৪:২২
Share: Save:

সিডনিতে বিরাট কোহালির দুরন্ত ব্যাটিং আর ক্রুণাল পাণ্ড্যের বাঁ হাতি স্পিন ছাড়াও ভারতের প্রাপ্তি তালিকায় আরও একটা জিনিস জুড়ে গিয়েছে। ‘জন্টি রোডস’-এর ফিল্ডিং!

ফলো থ্রু-তে বল ধরে, ঘুরে গিয়ে এক থ্রোয়ে উইকেট ভেঙে দিয়ে ক্রিস লিনকে রান আউট করেন বোলার যশপ্রীত বুমরা। যে ফিল্ডিংয়ের প্রশংসা শোনা গিয়েছে বিশেষজ্ঞদের মুখে। তবে বুমরা সব চেয়ে বড় শ‌ংসাপত্র পেয়ে গেলেন তাঁরই এক সতীর্থের কাছে। সিডনির টি-টোয়েন্টি ম্যাচের নায়ক ক্রুণাল তাঁর সতীর্থের তুলনা করলেন জন্টি রোডসের সঙ্গে। রবিবার ম্যাচের শেষে বিসিসিআই টিভি-তে ক্রুণালের সাক্ষাৎকার নিচ্ছিলেন বুমরা। সেখানে হঠাৎ ক্রুণাল বলে বসেন, ‘‘তোমাকে একটা প্রশ্ন করার ছিল। ওই রান আউটটা কী ভাবে করলে?’’ এর পরেই দর্শকদের উদ্দেশে ক্রুণালের মন্তব্য, ‘‘বুমরা হল মুম্বই ইন্ডিয়ান্সের নতুন জন্টি রোডস।’’ যা শুনে হেসে ফেলে বুমরা বলেন, ‘‘সে রকম কিছু নয়। বলটা ধরে আমি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলি। তখন ছুড়তেই হত।’’ ক্রুণাল আবার মনে করিয়ে দেন, এ সব বুমরার কাছে জলভাত!

তার আগে অবশ্য বুমরার প্রশ্নের মুখে পড়তে হয় ক্রুণালকে। ভারতীয় পেসার প্রশ্ন করেন, ‘‘ক্রুণাল, তুমি আইপিএল খেলেছ, ঘরোয়া ক্রিকেট খেলেছ। এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছ। দুইয়ের মধ্যে তফাতটা কী?’’ জবাবে ক্রুণাল বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট অবশ্যই এক ধাপ উপরে। এখানে আমি দুটো জিনিস শিখলাম। এক, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের ওপর আস্থা হারালে চলবে না। দুই, মাঠে নেমে কী করতে হবে, তা নিয়ে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার।’’

আরও পড়ুন: ওয়ার্নের বিস্ময়-বল ফিরিয়ে আনলেন ইয়াসির

পাঁচ দিনে তিনটে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরে সোমবার বিশ্রাম নেন ভারতীয় ক্রিকেটারেরা। অবসরের ফাঁকে বিসিসিআই টিভি-র সঙ্গে কথা বলেন কে এল রাহুলও। তাঁর প্রথম সফরের কথা টেনে এনে রাহুল বলেন, ‘‘মেলবোর্নে প্রথম টেস্ট খেলতে নেমে রীতিমতো সমস্যায় পড়ে গিয়েছিলাম। ও রকম বড় মাঠ। তার ওপর দর্শকে ঠাসা। তখন অধিনায়ক ছিল মহেন্দ্র সিংহ ধোনি। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় আমাকে ইশারায় এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে বলছিল। কিন্তু অত বড় মাঠে, পিছনে গ্যালারি ভর্তি দর্শক থাকায় আমি ধোনিকে ভাল করে দেখতেই পাচ্ছিলাম না।’’ মেলবোর্নের দর্শক নিয়ে রাহুল বলেছেন, ‘‘পুরোপুরি আমাদের বিরুদ্ধে ছিল দর্শকরা। মেলবোর্নের মতো মাঠে, ও রকম দর্শক সামলানোও কিন্তু কঠিন চ্যালেঞ্জ।’’

আরও পড়ুন: পর্বত আরোহণে অনন্য নজিরের সামনে সত্যরূপ

অস্ট্রেলীয় প্রচারমাধ্যম আবার মনে করছে, আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ‘বিদেশের’ মাঠে গিয়ে খেলতে হবে। ৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে অ্যাডিলেডে। বাকি তিনটি টেস্ট পারথ, মেলবোর্ন, সিডনিতে। বলা হচ্ছে, ভারতীয় দর্শকরা মাঠ ভরিয়ে দেবেন আর অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিদ্রুপ করবেন সারা সময় ধরে। রবিবার সিডনিতে নাকি অস্ট্রেলীয় বোলাররা বারবার ভারতীয় দর্শকদের বিদ্রুপের মুখে পড়েছেন। যে খবর টুইট করে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসন বলেছেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা।’’

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারেরা অবশ্য বেশি উদ্বিগ্ন ভারতীয় দলকে নিয়ে। রিকি পন্টিং যেমন পরামর্শ দিয়েছেন, অ্যারন ফিঞ্চকে দিয়ে টেস্টে ওপেন করানোর। পন্টিং বলেছেন, ‘‘সীমিত ওভারের ক্রিকেটে বিশ্ব জুড়ে ওপেন করে সফল হয়েছে ফিঞ্চ। আমি নিশ্চিত, টেস্টেও ওপেন করে রান পাবে ও।’’ পাশাপাশি উসমান খোয়াজার প্রশংসাও শোনা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মুখে।

তবে অস্ট্রেলিয়ার প্রধান চিন্তা হতে চলেছে বিরাট কোহালির ফর্ম। অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইট যেমন শিরোনাম করেছে, ‘কিংকে কী করে থামানো যাবে?’ কোহালিকে নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারেরা। মাইকেল ক্লার্ক বলেছেন, কোহালিকে দেখে শিখুক অস্ট্রেলিয়া। মার্ক ওয়ের টুইট, ‘‘কোহালি পরিপূর্ণ অলরাউন্ড ব্যাটসম্যান। দুনিয়ার সেরা। সবারই উচিত কোহালির খেলা ভাল করে দেখা।’’

কোহালির জন্য বিশেষ রণনীতি নিতেই হয়তো স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারকে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার নেটে। অস্ট্রেলীয় বোলারদের পরামর্শ দিতে। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ক্লিপিংসে দেখা গিয়েছে, খাবার টেবিলে আলোচনায় ব্যস্ত স্টিভ স্মিথ এবং অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। যাকে অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের একটা অংশ বলছে, দু’জনের মধ্যে গোপন বৈঠক। সেই বৈঠক কতটা ফলদায়ক হয়, সেটা অবশ্য বোঝা যাবে আসন্ন টেস্ট সিরিজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE