Advertisement
০৩ মে ২০২৪
All England Open

প্রণয়ের পর সহজ জয় লক্ষ্যরও, অল ইংল্যান্ড ওপেনের প্রি কোয়ার্টারে দুই ভারতীয়

প্রথম রাউন্ডে সহজেই জিতলেন লক্ষ্য সেন। তাইওয়ানের প্রতিপক্ষকে হারালেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৮, ২১-১৯।

lakshya sen

ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় সিঙ্গলসে পঞ্চম স্থানে থাকা চেনকে হারালেন লক্ষ্য। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ২২:৪৭
Share: Save:

অল ইংল্যান্ড ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেন। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হারালেন তাইওয়ানের চৌ তিয়েন চেনকে। প্রথম রাউন্ডে সহজেই জিতলেন তিনি। তাইওয়ানের প্রতিপক্ষকে হারালেন স্ট্রেট গেমে। খেলার ফল ২১-১৮, ২১-১৯। এ দিন প্রি কোয়ার্টারে উঠেছেন এইচ এস প্রণয়ও।

ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় সিঙ্গলসে পঞ্চম স্থানে থাকা চেনকে হারালেন লক্ষ্য। ভারতীয় শাটলার রয়েছেন ১৯ নম্বরে। নিজের থেকে ১৪ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয় আত্মবিশ্বাস দেবে লক্ষ্যকে। স্ট্রেট গেমে জিতলেও হাড্ডাহাড্ডি লড়াই হল দু’জনের। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছিলেন না। শেষ পর্যন্ত যদিও ভারতীয় শাটলারই জয়ের হাসি হাসলেন।

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে ভারতের শুরুটা ভাল হল। প্রথম ম্যাচেই কোর্টে নেমেছিলেন এইচএস প্রণয়। তাইওয়ানের প্রতিযোগী জু ওয়েই ওয়াংকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন তিনি। খেলার ফল প্রণয়ের পক্ষে ২১-১৯, ২২-২০।

অল ইংল্যান্ড ওপেনের প্রি কোয়ার্টারে দুই ভারতীয় শাটলার। প্রণয়ের পরের ম্যাচ ১৬ মার্চ। তিনি খেলবেন ইন্দোনেশিয়ার অ্যান্টনি জিনটিংয়ের বিরুদ্ধে। লক্ষ্য সে দিন খেলবেন ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

All England Open Lakshya Sen HS Prannoy badminton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE