Advertisement
১৯ মে ২০২৪

চ্যালেঞ্জ নিতে তৈরি লিয়েন্ডার

বছরের শুরুতেই চেন্নাই ওপেন। আপাতত সেই দিকেই নজর লিয়েন্ডার পেজের। ১৮টা গ্র্যান্ড স্ল্যাম জয়ী লিয়েন্ডার এ বারের চেন্নাই ওপেনে নজরে থাকবেন।

ফুটবলার! মুম্বইয়ে এক প্রীতি টুর্নামেন্টে লিয়েন্ডার পেজ ও রণবীর কপূর। শনিবার। ছবি: পিটিআই।

ফুটবলার! মুম্বইয়ে এক প্রীতি টুর্নামেন্টে লিয়েন্ডার পেজ ও রণবীর কপূর। শনিবার। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ০২:২৬
Share: Save:

বছরের শুরুতেই চেন্নাই ওপেন। আপাতত সেই দিকেই নজর লিয়েন্ডার পেজের। ১৮টা গ্র্যান্ড স্ল্যাম জয়ী লিয়েন্ডার এ বারের চেন্নাই ওপেনে নজরে থাকবেন। ব্রাজিলীয় তারকা আন্দ্রে সা-র সঙ্গে জুটি বেঁধে চেন্নাইয়ে খেলবেন তিনি। ডাবলসে তাঁদের জুটি তৃতীয় বাছাই। মুম্বইয়ে এক প্রদর্শনী ফুটবল ম্যাচে খেলার পর এ দিন লিয়েন্ডার বলেন, ‘‘গত বছরটা যে রকমই যাক না কেন, নতুন বছরটা আমি কোর্টে ভাল ভাবে কাটাতে চাই। শুরু থেকেই ভাল খেলার দিকে তাকিয়ে রয়েছি আমি। আন্দ্রের সঙ্গে চেন্নাইয়ে নামছি। আশা করি শুরুটা ভালই হবে।’’ মুম্বইয়ের এই সেলিব্রিটি ফুটবল ম্যাচে লিয়েন্ডার ছাড়াও খেলেন রণবীর কপুর ও দিনো মোরিয়া। লিয়েন্ডার ছাড়াও এ বার চেন্নাই ওপেনে ভারতের এক ঝাঁক খেলোয়াড় খেলবেন। রোহন বোপান্না, সাকেত মিনেনি, রামকুমার রামনাথন। এন শ্রীরাম বালাজি ও বিষ্ণু বর্ধনের জুটিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রিও দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leander Paes Chennai Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE