Advertisement
৩০ এপ্রিল ২০২৪

প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস লেস্টার সিটির

স্বপ্ন স্পর্শ করল লেস্টার। বহু বছর ধরে স্বযত্নে লালিত স্বপ্ন সোমবার রাতে পূর্ণ হল ক্লদিও র্যা্নিয়ারির হাত ধরে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে টটেনহ্যাম ড্র করার সঙ্গে সঙ্গে ধরাছোঁয়ার বাইরে চলে গেল লেস্টার সিটি। দু’ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল তারা।

স্বপ্নের ফেরিওয়ালা ক্লদিও র‍্যানিয়ারি।

স্বপ্নের ফেরিওয়ালা ক্লদিও র‍্যানিয়ারি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৭:৫৬
Share: Save:

স্বপ্ন স্পর্শ করল লেস্টার। বহু বছর ধরে স্বযত্নে লালিত স্বপ্ন সোমবার রাতে পূর্ণ হল ক্লদিও র‍্যানিয়ারির হাত ধরে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে টটেনহ্যাম ড্র করার সঙ্গে সঙ্গে ধরাছোঁয়ার বাইরে চলে গেল লেস্টার সিটি। দু’ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল তারা।

অথচ লিগের শুরুতে অতি বড় লেস্টার সমর্থকও আশা করেননি তারা লিগ জিততে পারেন। আশা করবেনই বা কী করে। এর আগে চ্যাম্পিয়নশিপের ধারেকাছেও যে আসতে পারেনি তারা। তাই লেস্টারের লিগ জেতার উপর বাজির দর ছিল ৫০০০:১। সেই অসম্ভব স্বপ্নকে সম্ভব করলেন র‍্যানিয়ারি। রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হত লেস্টার। কিন্তু সে দিন ১-১ গোলে রেড ডেভিলসদের সঙ্গে ম্যাচ ড্র করে তারা। ফলে তাদের তাকিয়ে থাকতে হয়েছিল দু’নম্বরে থাকা টটেনহ্যাম আর চেলসি ম্যাচের দিকে। লড়াইয়ে টিকে থাকতে হলে স্ট্যামফোর্ড ব্রিজে এ দিন জিততেই হত স্পার্সদের। কিন্তু ম্যাচ শেষ হয় ২-২ ফলে।

মোরিনহো, গুয়ার্দেওলা, ফান হাল, হিডিঙ্কদের বড় নামের পাশে বেশ অচেনা নাম ক্লদিও র‍্যানিয়ারি। জুভেন্তাস, চেলসি বা আটলেতিকো মাদ্রিদকে কোচিং করা‌লেও তেমন ভাবে সফল হননি তিনি। ২০০৪ সালে তাঁর হাত ধরে লিগে দু’নম্বর হয় চেলসি। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল এ দিনের সাফল্য। ৬৪ বছরের ইতালীয় দেখিয়ে দিলেন ইচ্ছা থাকলে একটা সাধারণ দলকেও অসাধারণ উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

আরও পড়ুন:
লেস্টার জিতবে না ধরে নিয়ে করা বিচিত্র কিছু প্রতিশ্রুতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leicester City Premiere League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE