৭২ ঘণ্টার মধ্যেই উপর্যুপরি বিশ্বরেকর্ডে বার্সেলোনার রাজপুত্রকে নিয়ে লাইনটা ফের ভেসে উঠল বিশ্ব ফুটবলে—‘লিও মেসি তুমি যদি স্বর্গে খেলো, দর্শকের সিটে থাকতে আমি মরতেও রাজি।’
মেসি মহিমার আতসবাজিতে এ বার ঝলসে উঠল চ্যাম্পিয়ন্স লিগ। সাইপ্রাসের ক্লাব আপোয়েল এফসি-র বিরুদ্ধে মঙ্গলবার আর্জেন্তিনীয় মহাতারকা হ্যাটট্রিক করে ভেঙে দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউলের ৭১ গোলের রেকর্ড। রিয়ালের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের নজিরকে টপকে মেসিই এখন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা (৭৪ গোল)। যে ম্যাচ কাতালান ক্লাব জিতল ৪-০ গোলে।
দিন কয়েক আগেই মেসির বার্সেলোনা ছাড়ার ইঙ্গিতে তোলপাড় পড়ে গিয়েছিল কাতালান ক্লাবে। কর ফাঁকি কাণ্ডে স্প্যানিশ সরকারের চাপের মুখেই আর্জেন্তিনীয় ক্যাপ্টেন এই সিদ্ধান্ত নিচ্ছেন কি না, বিতর্ক শুরু হয়েছিল তা নিয়েও। সাইপ্রাসে রেকর্ডের রোশনাইয়ে সে সব বিতর্ক উধাও। মেসির মেজাজেই সেটা পরিষ্কার। বার্সার রাজপুত্র রেকর্ডের পর বলে দেন, “রাউলের মতো কিংবদন্তির রেকর্ড ভেঙে দারুণ লাগছে। এ ভাবেই প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা লড়তে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই গোলগুলোয় আমরা ট্রফি জয়ের লড়াইয়ে অনেকটা এগোতে পারছি।”