Advertisement
E-Paper

৪০০ গোল মেসির, বিতর্কও মেসি

রবিবার রাতে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় ৪০০তম গোল করার নজির গড়লেন মেসি। যদিও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপের লিগ ফুটবলে ৫০৭ ম্যাচে ৪০৯টি গোল করেছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৪৮
দৃপ্ত: রবিবার এইবারের বিরুদ্ধে গোলের পরে মেসি। গেটি ইমেজেস

দৃপ্ত: রবিবার এইবারের বিরুদ্ধে গোলের পরে মেসি। গেটি ইমেজেস

বার্সেলোনা ৩ • এইবার ০

লিয়োনেল মেসির নতুন কীর্তির দিনেই জয়ের সরণিতে প্রত্যাবর্তন বার্সেলোনার!

রবিবার রাতে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় ৪০০তম গোল করার নজির গড়লেন মেসি। যদিও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপের লিগ ফুটবলে ৫০৭ ম্যাচে ৪০৯টি গোল করেছেন। সি আর সেভেন গোলগুলো করেছেন ইপিএল (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), লা লিগা (রিয়াল মাদ্রিদ) ও জুভেন্তাস (সেরি আ)-এ। মেসির সব গোলই বার্সেলোনার হয়ে লা লিগায়। তাই মোট গোলের হিসাবে রোনাল্ডো এগিয়ে থাকলেও মেসির কৃতিত্ব অনেক বেশি বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞেরা।

২০০৪-’০৫ মরসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় অভিষেক মেসির। সেই মরসুমে অবশ্য সাত ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন তিনি। পরের মরসুমে ১৭ ম্যাচে করেন ছয়টি গোল। ২০১১-’১২ মরসুমে বিধ্বংসী ফর্মে থাকা মেসি লা লিগায় বার্সেলোনার হয়ে ৩৭ ম্যাচে ৫০টি গোল করেন। এ বছরও দুরন্ত ছন্দে মেসি। ইতিমধ্যেই লা লিগায় ১৭ ম্যাচে ১৭টি গোল করে ফেলেছেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় ৪০০তম গোল মেসি করলেন ৪৩৫ ম্যাচে।

লা লিগায় নজির গড়ার দিনেই আবার বিতর্কে জড়ালেন মেসি! স্পেনের বিখ্যাত ক্রীড়া পত্রিকা মার্সার দাবি ৪০০ নয়, ৩৯৯তম গোল করেছেন মেসি। ২০১১-’১২ মরসুমে লা লিগায় বার্সেলোনা ৫-১ হারিয়েছিল আতলেতিকো বিলবাওকে। সেই ম্যাচে মেসি করেছিলেন জোড়া গোল। স্প্যানিশ পত্রিকাটির দাবি, আতলেতিকো বিলবাও ডিফেন্ডার ফার্নান্দো আমোরেবিয়েতা বল বিমন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন। কিন্তু সেই ম্যাচের রেফারি আন্তোনিয়ো মিগুয়েল রিপোর্টে মেসির নামের পাশেই জোড়া গোল লেখেন। বার্সেলোনা সমর্থকেরা অবশ্যে মার্সার দাবিকে মানছেন না। তাঁদের অভিযোগ, মার্সা বরাবরই রিয়াল মাদ্রিদকে সমর্থন করে। এই কারণেই মেসির কৃতিত্বকে খাটো করার চেষ্টা চলছে।

রবিবার ক্যাম্প ন্যুতে এইবারের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন লুইস সুয়ারেস। ম্যাচের ১৯ মিনিটে ফিলিপে কুটিনহোর পাস থেকে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে তারকা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। মেসি গোল করেন ৫৩ মিনিটে। এর ছয় মিনিট পরেই ফের গোল সুয়ারেসের।

এইবারকে হারিয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো দে মাদ্রিদ। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে সেভিয়া ও রিয়াল মাদ্রিদ। দুই দলের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট।

লা লিগা টেবলের শীর্ষে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। তিনি উদ্বিগ্ন ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি নিয়ে। তিন দিন আগে কোপা দেল রে প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে লেভান্তের বিরুদ্ধে মেসি-সুয়ারেসকে বাদ দিয়েই দল নামিয়েছিলেন তিনি। ফলশ্রুতি ১-২ হার। শুক্রবার দ্বিতীয় পর্বের ম্যাচে ফের লেভান্তের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এ বারও কি মেসি-সুয়ারেসকে বিশ্রাম দেওয়ার ঝুঁকি নেবেন ভালভার্দে? সাংবাদিক বৈঠকে বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’’

Football La Liga Barcelona Eibar Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy