৪১ লক্ষ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল বার্সেলোনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসির বিরুদ্ধে। লিওনেল মেসি এবং তাঁর বাবা জর্জ দু’জনেই অবশ্য এই অভিযোগ অস্বীকার করছেন। তাঁরা এই অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে বার্সেলোনার আদালতে আবেদনও জানান তারা। কিন্তু আদালত তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে। এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশিত হয়েছে স্পেনের এল পেইস সংবাদপত্রে। সদ্য ত্রিমুকুটজয়ের আনন্দের রেশ মিটতে না মিটতেই এই ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছেন বার্সার এই মহাতারকা।
তবে মেসির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ এই প্রথম নয়। ২০০৭-২০০৯ সালেও কর ফাঁকি দেওয়ার অভিযোগে নাম জড়ায় তাঁর। তাঁর বিরুদ্ধে আবারও একই অভিযোগ আনল স্পেনীয় কর বিভাগ।