Advertisement
০৬ মে ২০২৪
Liverpool

ছন্দে ফিরল লিভারপুল, অঘটনের হার ম্যান সিটির

২-০ হয় ৮৯ মিনিটে। গোল করেন পরিবর্ত হিসেবে নামা উনিশ বছরের কার্টিস জোন্স।

জয়ের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

জয়ের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৩:১৯
Share: Save:

লিভারপুল ২

অ্যাস্টন ভিলা ০

ছন্দে ফিরল লিভারপুল। পেপ গুয়ার্দিওলার দলের কাছে বিশ্রী হারের ধাক্কা সামলে নিলেন মহম্মদ সালাহরা। তিন দশকের ব্যবধানে ইপিএল জয়ের পরে রবিবারই নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম খেলল লিভারপুল। আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৪ হারায় সকলে ভেবেছিলেন, এ দিন শুরু থেকে অ্যাস্টন ভিলাকে চাপে রাখবেন য়ুর্গেন ক্লপের ফুটবলারেরা। কিন্তু প্রথমার্ধে মহম্মদ সালাহদের খেলায় আগুনে মেজাজটা ছিল না। দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। গোলের জন্য ঝাঁপায় ‘দ্য রেডস’। উৎকণ্ঠা কাটিয়ে লিভারপুলকে ৭১ মিনিটে ১-০ এগিয়ে দেন সাদিয়ো মানে। ২-০ হয় ৮৯ মিনিটে। গোল করেন পরিবর্ত হিসেবে নামা উনিশ বছরের কার্টিস জোন্স।

এ দিকে, শনিবার ওয়াটফোর্ডকে ৩-০ হারিয়ে চেলসি-র ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পরিষ্কার বলে দিলেন, তাঁর পাখির চোখ পরের বছরের চ্যাম্পিয়ন্স লিগ।। আপাতত তিনে আছে লেস্টার সিটি। পয়েন্ট ৩৩ ম্যাচে ৫৮। সমসংখ্যক ম্যাচ খেলা চতুর্থ চেলসির পয়েন্ট ৫৭। পিছিয়ে নেই পাঁচে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (৩৩ ম্যাচে ৫৫)। অন্য ম্যাচে বড় অঘটন। সাউদাম্পটনের কাছে ০-১ হেরে গেল ম্যাঞ্চেস্টার সিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liverpool Aston Villa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE