Advertisement
০৩ মে ২০২৪

কুটিনহো-কে কেন্দ্র করে ক্ষুব্ধ লিভারপুল বস‌

নেমারের বিকল্প হিসেবে ৯০ মিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭৮ কোটি) ব্রাজিলীয় মিডফিল্ডারকে নেওয়ার জন্য মরিয়া বার্সেলোনা কর্তারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০৩:১২
Share: Save:

ফিলিপে কুটিনহো-কে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ বাড়ছে লিভারপুল অন্দরমহলে!

নেমারের বিকল্প হিসেবে ৯০ মিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭৮ কোটি) ব্রাজিলীয় মিডফিল্ডারকে নেওয়ার জন্য মরিয়া বার্সেলোনা কর্তারা। কুটিনহো নিজেও লিভারপুল ছেড়ে ক্যাম্প ন্যু-তে যেতে আগ্রহী। বুধবারই তাঁর সঙ্গে চুক্তি সেরা ফেলার কথা ছিল বার্সেলোনা কর্তাদের। কিন্তু লিভারপুল কর্তারা বেঁকে বসায় ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা। সেই সঙ্গে লিভারপুলেও কুটিনহো-র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ, আগামী শনিবার ওয়ার্টফোর্ডের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ম্যানেজার য়ুর্গেন ক্লপ। কেন? ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, প্রত্যেক দিনই তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ক্লপকে অনুরোধ করছেন কুটিনহো। তাতেই চটেছেন লিভারপুল ম্যানেজার। ক্লপ বলেছেন, ‘‘লিভারপুল ফুটবলারদের বিক্রি করার জন্য কেনে না। তাই বার্সেলোনার আর্থিক প্রস্তাব আকর্ষণীয় হলেও আমাদের কাছে তার কোনও গুরুত্ব নেই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘বার্সেলোনা যে পরিমাণ অর্থ দিতে চাইছে, আমরা সেটাই ওকে দেওয়ার জন্য তৈরি।’’ ইপিএলের প্রথম ম্যাচে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে কুটিনহো-কে রেখেছেন ক্লপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE