Advertisement
১১ মে ২০২৪

লিগ শীর্ষে লিভারপুল

রবিবার রাতে হয়তো কিছুটা হলেও স্বস্তির ঘুম আসতে পারে জোসে মোরিনহোর। প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৩-১ সোয়ানসি সিটিকে হারানোয়। ম্যান ইউনাইটেড কোচ ক’দিন আগেই ইউরোপা লিগে ফেনেরবাচের কাছে হারার পর প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন।

ওয়াটফোর্ডের বিরুদ্ধে জিতল লিভারপুল। ছবি: রয়টার্স।

ওয়াটফোর্ডের বিরুদ্ধে জিতল লিভারপুল। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০৩:২১
Share: Save:

রবিবার রাতে হয়তো কিছুটা হলেও স্বস্তির ঘুম আসতে পারে জোসে মোরিনহোর। প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৩-১ সোয়ানসি সিটিকে হারানোয়। ম্যান ইউনাইটেড কোচ ক’দিন আগেই ইউরোপা লিগে ফেনেরবাচের কাছে হারার পর প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। বিপক্ষের এক ফুটবলারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিতর্কে জড়িয়েছিলেন তাঁর টিমের স্ট্রাইকার ইব্রাহিমোভিচও। এ দিন অবশ্য সে সব পিছনে ফেলে দিলেন সুইডিশ তারকা। ম্যাচে জোড়া গোল করে সমর্থকদের মন ভরিয়ে। আরও একটা দিক থেকে স্বস্তিতে থাকতে পারেন এই ম্যাচের পর মোরিনহো। পল পোগবা গোলে ফেরায়। ম্যাচের প্রথম গোলটা তাঁরই। ভলিতে। যাঁকে এ বার ইপিএলের অন্যতম সেরা গোলও বলছেন অনেকে। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ফের চেনা দাপটে ফিরেছিল চেলসি। এভার্টনকে ৫-০ হারিয়ে যারা অন্তত চব্বিশ ঘণ্টার জন্য ইপিএলে উঠে এসেছিল শীর্ষে। তবে যুরগেন ক্লপের লিভারপুল রবিবার ওয়াটফোর্ডকে ৬-১ হারিয়ে চেলসিকে টপকে লিগ টেবলে এক নম্বরে উঠল। পাশাপাশি আবার টটেনহ্যামের সঙ্গে ১-১ ড্র করে চতুর্থ স্থানে থাকল আর্সেনাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EPL Liverpool Table Top
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE