Advertisement
১১ মে ২০২৪
EPL

দুরন্ত সালাহ ইপিএল শীর্ষে রাখলেন লিভারপুলকে

শুক্রবার রাতে ইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল ২-০ গোলে জয় পেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে। লাল জার্সিধারীদের হয়ে গোল দুটি করলেন মিশরীয় তারকা মহম্মদ সালাহ ও ভির্জিল ফান উইক।

গোল করলেন, করালেন সালাহ। ফাইল ছবি।

গোল করলেন, করালেন সালাহ। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৪:২৬
Share: Save:

দুরন্ত ফর্মে লিভারপুল। ইপিএলে টানা ১৮ ম্যাচ অপরাজিত য়ুরগেন ক্লপের ছাত্ররা। এবার বড়দিনটা তাঁরা কাটাবেন একটু বেশিই খোশমেজাজে। কারণ, এই মুহুর্তে ইংল্যান্ডের ঘরোয়া লিগ টেবলের যা ছবি, তাতে স্পষ্ট ক্রিসমাসের আগে কিছুতেই লিভারপুলকে টপকে শীর্ষস্থানে যাওয়া হয়ে উঠছে না ম্যাঞ্চেস্টার সিটির।

শুক্রবার রাতে ইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল ২-০ গোলে জয় পেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে। লাল জার্সিধারীদের হয়ে গোল দুটি করলেন মিশরীয় তারকা মহম্মদ সালাহ ও ভির্জিল ফান উইক। খেলার ১৮ মিনিটে ব্রাজিলীয় ফুটবলার ফাবিনহোর পাস ধরে সালাহ ১-০ এগিয়ে দেন দলকে। এরপর ফান উইকের গোলের নেপথ্যেও রইল সালাহর ভূমিকা। তাঁর পাস ধরেই দলকে ২-০ এগিয়ে দেন ডাচ ফুটবলারটি।

মরসুমের প্রথম দিকটায় সেভাবে গোলের মধ্যে ছিলেন না বলে বেশ সমালোচিতই হচ্ছিলেন সালাহ। কিন্তু, আপাতত চেনা ছন্দে ফিরেছেন। গোলও করছেন নিয়মিত। অধুনা এবারের ইপিএল-এ সর্বোচ্চ গোলদাতা সালাহই। নামের পাশে ১১ টি গোল।

আরও পড়ুন: ফার্গুসন মন্ত্রে সুদিন ফেরানোর লক্ষ্য সোলসারের

আরও পড়ুন: সেমিফাইনালে চেলসি, বিদায় আর্সেনালের

লিগ টেবলে দু নম্বরে থাকা গতবারের খেতাবজয়ী ম্যাঞ্চেস্টার সিটি এখন লিভারপুলের চাইতে ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে। শনিবার ক্রিস্টাল প্যালাসের বিরুদ্ধে জিতলেও তাই ম্যান সিটিকে এই বড়দিনটা দু নম্বরে থেকেই পালন করতে হবে। গত নয় মরসুমের মধ্যে আটবারই দেখা গিয়েছে, ক্রিসমাসের সময় ইপিএল টেবলের শীর্ষে থাকা দলই পরের দিকে তারাই খেতাব দখলে এনেছে। স্বভাবতই, লিভারপুলের সমর্থকরা রেকর্ড বইয়ের এই পরিসংখ্যান দেখে যারপরনাই উল্লসিত। শেষমেশ অবশ্য তাদের স্বপ্ন পূরণ হয় কি না সময়ই তা বলবে।

(চ্যাম্পিয়ন্স লিগ, এল ক্লাসিকো, লা লিগা, ইপিএল, বুন্দেশলিগা, সিরি এ থেকে ফিফা বিশ্বকাপ - ফুটবল জগতের সব খবর আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE