Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চোট-আঘাত নিয়ে সমস্যায় দুই চাণক্য

আজ, শনিবার ঘরের মাঠে ম্যান সিটি-র প্রতিপক্ষ লেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে নামছে আর্সেন ওয়েঙ্গারের দল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৪৩
Share: Save:

প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ খেতাবি দৌড়ে দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি। আগের ম্যাচে এভার্টন-কে পাঁচ গোলে চূর্ণ করলেও এই মরসুমে ইপিএল জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে আর্সেনালের।

আজ, শনিবার ঘরের মাঠে ম্যান সিটি-র প্রতিপক্ষ লেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে নামছে আর্সেন ওয়েঙ্গারের দল।

২৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল। সমসংখ্যক ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আর্সেনাল। দু’দলের পয়েন্টের ব্যবধান ২৪। তবে শনিবারের ম্যাচের আগে দুই শিবিরেই অস্বস্তি বাড়িয়েছে ফুটবলারদের চোট সমস্যা।

ম্যান সিটি-র মাঝমাঠের ভরসা দাভিদ সিলভা ওয়েস্ট ব্রমউইচের বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। বার্নলির বিরুদ্ধে আগের ম্যাচে তাঁকে খেলাননি গুয়ার্দিওলা। এ বার লেস্টারের বিরুদ্ধেও দাভিদের খেলা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেই লেরয়ঁ সানে, গ্যাব্রিয়েল জেসাস, ফাবিয়ান দেল‌্ফ, বেঞ্জামিন মেন্দি-র মতো তারকাও। লেস্টারের বিরুদ্ধে ম্যাচের আগে গুয়ার্দিওলা বলেছেন, ‘‘গ্যাব্রিয়েল হয়তো সপ্তাহখানেকের মধ্যেই সুস্থ হয়ে দলে ফিরবে। তবে সানের এই মুহূর্তে ফেরার সম্ভাবনা নেই। ও সবে দৌড়তে শুরু করেছে।’’ গুয়ার্দিওলার মতে টানা ম্যাচের জন্যই বাড়ছে চোট-আঘাত। তিনি বলেছেন, ‘‘সের্জিও আগুয়েরোকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে ও আমার দলের একমাত্র স্ট্রাইকার। তাই আগুয়েরোকে বিশ্রাম দেওয়ার সুযোগ নেই।’’

টটেনহ্যামের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ের আগে ওয়েঙ্গারের দুশ্চিন্তা আবার বাড়িয়েছেন গোলরক্ষক পেতহ‌্ চেহ‌্। এভার্টনের বিরুদ্ধে আগের ম্যাচেই পেশিতে চোট পেয়েছেন তিনি। লিগ টেবলের পাঁচ নম্বরে থাকা টটেনহ্যামের বিরুদ্ধে তাঁর মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ড্যানি ওয়েলবেক আগের চেয়ে অনেকটাই সুস্থ। তাতে অবশ্য খুব একটা উচ্ছ্বসিত হতে পারছেন না ওয়েঙ্গার। কারণ, টটেনহ্যামের হয়ে আর্সেনালের বিরুদ্ধেই অভিষেক হতে চলেছে লুকাস মৌরা-র। ওয়েঙ্গার বলেছেন, ‘‘এই ম্যাচটার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য টটেনহ্যামকে হারিয়ে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE