Advertisement
E-Paper

ভাগ্যহীন প্রহরীকে গোল দিয়ে তার পর অভিনব সান্ত্বনা

চ্যাম্পিয়ন্স লিগে তাদের হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টায় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বুধবার রাতে তারা ১-০ হারাল বেনফিকা-কে। কিন্তু সেই জয়কে ছাপিয়ে শিরোনামে চলে এসেছে ম্যান ইউ ফুটবলারদের অসাধারণ ‘স্পোর্টসম্যান স্পিরিট’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ০৩:১৮
দুর্ভাগ্যজনক: গোললাইন পেরিয়ে গিয়ে গোল খেলেন শিলার। (ডানদিকে) সান্ত্বনা প্রতিপক্ষের। গেটি ইমেজেস

দুর্ভাগ্যজনক: গোললাইন পেরিয়ে গিয়ে গোল খেলেন শিলার। (ডানদিকে) সান্ত্বনা প্রতিপক্ষের। গেটি ইমেজেস

ম্যান ইউ ১ বেনফিকা ০

চ্যাম্পিয়ন্স লিগে তাদের হারানো গৌরব ফিরে পাওয়ার চেষ্টায় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বুধবার রাতে তারা ১-০ হারাল বেনফিকা-কে। কিন্তু সেই জয়কে ছাপিয়ে শিরোনামে চলে এসেছে ম্যান ইউ ফুটবলারদের অসাধারণ ‘স্পোর্টসম্যান স্পিরিট’।

বেনফিকার হয়ে মিলে শিলার চ্যাম্পিয়ন্স লিগে কনিষ্ঠতম গোলকিপার হিসেবে এই ম্যাচে খেললেন। বেলজিয়ামের গোলরক্ষককে এই মুহূর্তে ফুটবলের নতুন বিস্ময় বালকও বলা হচ্ছে। কিন্তু তরুণ এই প্রতিভার কাছে বুধবারের ম্যাচ স্বপ্নপূরণের বদলে আতঙ্কের হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে ম্যান ইউ-এর মার্কাস র‌্যাশফোর্ড ফ্রি-কিক নিতে গিয়ে দেখেন, শিলার গোললাইন থেকে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে রয়েছেন। র‌্যাশফোর্ড দ্রুত বলটি বেনফিকা গোলকিপারের মাথার উপর দিয়ে লব করে দেন। শিলার বলটা ধরলেও ভারসাম্য রাখতে না পেরে গোলের মধ্যে ঢুকে যান। সেটা দেখেই ম্যান ইউ ফুটবলাররা গোলের জন্য আবেদন করতে থাকেন। রেফারি গোল দিয়ে দেন এবং র‌্যাশফোর্ডের নামেই তা নথিভূক্ত হয়।

বেলজিয়ামের বিস্ময় বালক খুবই ভেঙে পড়েন এ ভাবে গোলটি খেয়ে। ম্যাচের পর হাত মেলাতে গিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা গিয়ে বেনফিকা গোলরক্ষককে চাঙ্গা করার চেষ্টা করেন। রোমেলু লুকাকু গিয়ে পিঠ চাপড়ে দিয়ে সান্ত্বনা দেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলরক্ষক এবং তারকা দাভিদ দ্য হিয়া উজ্জীবিত করার চেষ্টা করেন। যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এমনকী, ম্যাচের ধারাভাষ্য দিতে বসা বিশেষজ্ঞরাও। গ্যারি লিনেকার বলে ফেলেন, ‘‘ম্যান ইউ ফুটবলারদের এই সৌজন্য সত্যিই মনে রাখার মতো। বেনফিকার গোলকিপার এ রকম দুর্ভাগ্যজনক ভাবে গোল খেয়েছে। প্রতিপক্ষ হয়েও তাকে চাঙ্গা করার চেষ্টা দেখে সত্যিই ভাল লাগল।’’

আরও পড়ুন: জিতেও সতর্কবার্তা জুভেন্তাস কোচের

চ্যাম্পিয়ন্স লিগে এত কম বয়সে কখনও কেউ গোলের নীচে দাঁড়ায়নি। সে কথা মনে করিয়ে দিয়ে লিনেকারও বলতে থাকেন, ‘‘বাচ্চা একটা ছেলে। ভুল করে ফেলেছে। ওর যন্ত্রণাটা অনুভব করতে পারছি।’’ ভাগ্যের সহায়তায় পাওয়া এই জয়ের দৌলতে ম্যান ইউ তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে। গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে রয়েছে বাসেল। তারা সিএসকেএ মস্কোকে হারিয়েছে ২-০ গোলে। যদিও ইপিএলে লিভারপুল ম্যাচের পরে এখানেও জোসে মোরিনহোর দলে হঠাৎই গোল করার অভাব ঘটল কি না, সেই অস্বস্তিকর প্রশ্ন উঠতে শুরু করেছে।

Champions League Football Manchester United Benfica
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy