ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নাটকীয় ভাবে বোর্নমুথকে ২-১ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলার ১১ মিনিটে ক্যালাম উইলসন বোর্নমুথের হয়ে প্রথম গোল করেন। ৩৫ মিনিটে ১-১ করেন অ্যান্থনি মার্সিয়াল। ম্যান ইউ জয়ের গোল পায় খেলার সংযুক্ত সময়ের ২ মিনিটে, করেন মার্কাস র্যাশফোর্ড। নাটকীয় এই জয়ের পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিগ টেবলে সাত নম্বরে উঠে এল। ১১ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ২০। অন্যদিকে লিভারপুল-আর্সেনাল ম্যাচ ১-১ ড্র হল। ৬১ মিনিটে ১-০ করেন লিভারপুলের জেমস মিলনার। ৮২ মিনিটে গোল শোধ করেন আলেকজান্ডার লাকাজেতে। এই জয়ে লিগ টেবলের শীর্যে উঠে এল লিভারপুল। পয়েন্ট ২৭। দুই থেকে চারে এখন ম্যাঞ্চেস্টার সিটি (২৬), চেলসি (২৪) ও আর্সেনাল (২৩)।
এমনিতে ম্যান ইউ-র জয়ের গোল করা র্যাশফোর্ড বললেন, ‘‘প্রত্যেকটা ম্যাচেই শেষের দিকে গিয়ে যে খেলাটা খেলছি সেটা শুরু থেকে খেলতে পারছি না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পাওয়া। এখন আমরা জিতছি। যা পরের ম্যাচগুলোতে দলের মনোবল বাড়াতে সাহায্য করবে।’’
ইপিএল
বোর্নমুথ ১ • ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার জোসে মোরিনহো বলেছেন, ‘‘আমার ফুটবলাররা যে ভাবে সুযোগ নষ্ট করেছে তা এক কথায় অবিশ্বাস্য। মাঝে মাঝে মনে হচ্ছিল, আমরা যেন মরসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলাম।’’ জিতেও মোরিনহো যে ভাবে নিজের দলের রক্ষণ বিভাগকে একহাত নিয়েছেন তা বিস্ময়কর। বলেছেন, ‘‘আমাদের ডিফেন্স এত খারাপ খেলেছে যে বলার নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানেজারদের মধ্যে মধ্যে বোধহয় আমার ভাগ্যটাই সবচেয়ে ভাল। না হলে আমরা প্রথমার্ধেই পাঁচ-ছয় গোল খেয়ে যেতে পারতাম। প্রায় সব ম্যাচেই সেটা হচ্ছে। তবে এ দিনও দ্বিতীয়ার্ধেই আমরা ভাল খেলেছি। সংযুক্ত সময় পর্যন্ত আমাদের জয়ের গোলের জন্য অপেক্ষা করার কোনও কথাই
ছিল না।’’