Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Champions League

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যানচেস্টার

শেষ ১৬-য় পৌঁছতে হলে কেবল ড্র করলেই চলতো ম্যানচেস্টারের। কিন্তু জার্মানির ক্লাবের কাছে হেরে যাওয়ায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল পল পোগবাদের। 

পেনাল্টি থেকে গোল করছেন ম্যানচেস্টারের ব্রুনো ফার্নান্দেজ। ছবি-টুইটার।

পেনাল্টি থেকে গোল করছেন ম্যানচেস্টারের ব্রুনো ফার্নান্দেজ। ছবি-টুইটার।

সংবাদ সংস্থা
লাইপজিগ শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৬:২১
Share: Save:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। লাইপজিগের কাছে ম্যাচ হারায় ম্যানচেস্টার ইউনাইটেডকে এখন ইউরোপা লিগ খেলতে হবে।

শেষ ১৬-য় পৌঁছতে হলে কেবল ড্র করলেই চলতো ম্যানচেস্টারের। কিন্তু জার্মানির ক্লাবের কাছে হেরে যাওয়ায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল পল পোগবাদের।

শেষ ১০ মিনিটে ২ গোল করে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু করেছিলেন সোলসারের ছেলেরা। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় লাইপজিগ।

আরও পড়ুন: সৌরভ, শাহ পদে থাকবেন? বিসিসিআই নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে

১৩ মিনিটের মধ্যে লাইপজিগ এগিয়ে যায় ২ গোলে। আনজেলিনো ও আমাদু হাইদারা গোল ২টি করেন। ৬৯ মিনিটে নেদারল্যান্ডসের প্রাক্তন তারকা প্যাট্রিক ক্লাইভার্টের ছেলে জাস্টিন ক্লাইভার্ট ৩-০ করেন লাইপজিগের হয়ে। খেলার ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে ব্যবধান কমান। তার ঠিক ২ মিনিট পরে ইব্রাহিমার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-৩। ম্যান ইউ ভক্তরা ধরেই নিয়েছিলেন, প্রিয় দল ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা ড্র করবে। কিন্তু তা আর সম্ভব হয়নি।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে গ্রুপ ই-তে সেভিয়া ৩-১ গোলে হারায় রেনেকে। স্ট্যামফোর্ড ব্রিজে ই গ্রুপের অন্য ম্যাচে চেলসি ও ক্রাসনোদারের খেলা ১-১ গোলে শেষ হয়। ২৪ মিনিটে ক্রাসনোদারকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার কাবেয়া। চার মিনিট পরেই জর্জিনহো পোনাল্টি থেকে গোল করে সমতা ফেরান চেলসির হয়ে। খেলা ড্র হলেও ৬ ম্যাচে ১৪ পয়েন্টে নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল চেলসি। সেভিয়া দ্বিতীয় স্থানে। গ্রুপ জি-র অন্য খেলায় পোপোভের ৬০ মিনিটের গোলে ডায়নামো কিইভ ১-০ গোলে হারায় ফেরেঙ্কভারোসকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Champions League Manchester United
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE