Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ইপিএল

পিছিয়ে থেকেও নাটকীয় জয় ম্যান ইউনাইটেডের

শনিবার ম্যাচের সাত মিনিটের মধ্যেই চাপে পড়ে যায় ম্যান ইউনাইটেড। যখন নিউক্যাসলের লেফ্ট উইঙ্গারের শটে পরাস্ত হন দাভিদ দা হিয়া। তার তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান ইয়োশিনোরি মুতো। যা ম্যান ইউকে পিছিয়ে দেয় ০-২ গোলে।

ত্রাতা: শেষ মুহূর্তে গোল করে ম্যান ইউ-কে জেতালেন স্যাঞ্চেস। রয়টার্স

ত্রাতা: শেষ মুহূর্তে গোল করে ম্যান ইউ-কে জেতালেন স্যাঞ্চেস। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০৪:০৭
Share: Save:

ম্যান ইউ ৩ নিউক্যাসল ২

জোসে মোরিনহোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। শনিবার নিউক্যাসলের বিরুদ্ধে খেলতে নামার আগে টানা চার ম্যাচ জেতেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শোনা যাচ্ছিল ক্লাবের বোর্ড তাঁর উপর থেকে আস্থা হারিয়েছে। শনিবার জিতলেও নাকি তাঁকে রাখবে না ক্লাব। শেয পর্যন্ত তেমন কিছু ঘটে কি না সেটাই দেখার। কিন্তু শনিবারই ওল্ড ট্র্যাফোর্ডে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন জোসের ফুটবলারেরা। প্রথমার্ধে ০-২ পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় এল খুয়ান মাতা, অ্যান্থনি মার্সিয়াল ও অ্যালেক্সিস স্যাঞ্চেসের সৌজন্যে।

শনিবার ম্যাচের সাত মিনিটের মধ্যেই চাপে পড়ে যায় ম্যান ইউনাইটেড। যখন নিউক্যাসলের লেফ্ট উইঙ্গারের শটে পরাস্ত হন দাভিদ দা হিয়া। তার তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান ইয়োশিনোরি মুতো। যা ম্যান ইউকে পিছিয়ে দেয় ০-২ গোলে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন খেলার রং পাল্টে ফেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে নিউক্যাসল বক্সে। ৪৬ মিনিটে স্কট ম্যাকটোমিনেকে উঠিয়ে মারুয়ান ফেলাইনিকে নামাতেই আক্রমণের আঁচ বাড়াতে শুরু করে ‘রেড ডেভিলস’। ৬৬ মিনিটে আরও একটি পরিবর্তন করেন মোরিনহো। মার্কাস র‌্যাশফোর্ডের পরিবর্তে নামানো হয় অ্যালেক্সিস স্যাঞ্চেসকে। আর ঘুরে তাকাতে হয়নি। ৭০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় ম্যান ইউনাইটেড। পল পোগবা ও খুয়ান মাতা আলোচনা করার পরে ফ্রি-কিক মারতে এগিয়ে আসেন মাতা। বিপক্ষ গোলকিপার মার্তিন দুব্রাভকার বাঁ দিক লক্ষ্য করে শট করেন। বলে হাত লাগালেও তা সামলাতে পারেননি দুব্রাভকার। সেখান থেকেই আত্মবিশ্বাস বাড়ে মোরিনহোর দলের।

ম্যাচের ৭৬ মিনিটে নিউক্যাসল বক্সে বল ফ্লিক করে মার্সিয়ালের দিকে পাস বাড়ান পোগবা। যা গোলের সামনে থেকেই ডান পা ছুঁইয়ে দ্বিতীয় গোল শোধ করেন ফরাসি উইঙ্গার। ২-২ হয়ে যাওয়ার পরেও প্রায় ম্যাচের ১৪ মিনিট বাকি ছিল। তারই মাঝে পোগবার বাড়ানো বলে একটি সহজ সুযোগ নষ্ট করেন লুকাকু।

ম্যাচের বয়স যখন ৯০ মিনিট। ডান দিক থেকে ভেসে আসা অ্যাশলি ইয়ংয়ের ক্রস থেকে হেড করে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের মুখে হাসি ফিরিয়ে আনেন অ্যালেক্সিস স্যাঞ্চেস। ৩-২ জেতে ম্যান ইউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE