Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পূর্বাঞ্চলের নেতা মনোজই

বাংলা দলে তাঁকে অপরিহার্য বলা হলেও প্রজ্ঞান ওঝাকে ছাড়াই বাছা হল পূর্বাঞ্চল দল। ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে জাতীয় সিনিয়র টি-টোয়েন্টির মূলপর্ব সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যে দল খেলবে, তার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৯
Share: Save:

বাংলা দলে তাঁকে অপরিহার্য বলা হলেও প্রজ্ঞান ওঝাকে ছাড়াই বাছা হল পূর্বাঞ্চল দল। ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে জাতীয় সিনিয়র টি-টোয়েন্টির মূলপর্ব সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যে দল খেলবে, তার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। বাংলা থেকে আরও চার জন এই দলে রয়েছেন। ঝাড়খণ্ড আঞ্চলিক পর্বে সব ম্যাচে হারলেও তাদেরও পাঁচ ক্রিকেটারকে ১৬ জনের এই দলে রাখা হল। তবে মহেন্দ্র সিংহ ধোনি পূর্বাঞ্চলের হয়ে এই টুর্নামেন্টে নামবেন না বলে জানিয়ে দেওয়ায় তাঁকে রাখা হয়নি। মনোজের ডেপুটির ভূমিকায় থাকবেন সৌরভ তিওয়ারি।

রবিবার বিকেলে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডাকা নির্বাচনী বৈঠকে চেয়ারম্যান ছিলেন জাতীয় নির্বাচক দেবাঙ্গ গাঁধী। বাংলার নির্বাচক প্রতিনিধি হিসেবে অরূপ ভট্টাচার্য ছিলেন। নিয়ম অনুযায়ী সব রাজ্যের নির্বাচকদের প্রধানের এই বৈঠকে থাকার কথা থাকলেও শুধুমাত্র ঝাড়খণ্ডের নির্বাচক প্রধান আশিস সিনহা ছিলেন। তিনি এ দিনই শহরে এসে পৌঁছোন। গত কয়েক দিনে ইডেনে বসে একটাও ম্যাচ দেখেননি তিনি। ত্রিপুরার এক নির্বাচক মণিময় রায় ছিলেন এই বৈঠকে। অন্য দুই রাজ্যের কোনও নির্বাচকই আসেননি। তাই ওড়িশার সহকারী কোচ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দেবাশিস মোহান্তি এবং অসমের প্রাক্তন ক্রিকেটার ও সহকারী কোচ শুভ্রজিৎ সইকিয়াকে ডাকা হয়েছিল এই বৈঠকে। এঁদের নিয়েই নিয়মরক্ষার নির্বাচনী বৈঠক হল।

মনোজ তিওয়ারি ছাড়াও বাংলার অশোক দিন্দা, ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রীবৎস গোস্বামী ও সায়ন ঘোষ রয়েছেন এই দলে। প্রজ্ঞান ওঝাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। প্রথম ১৬ বাছার সময় নাকি তাঁর নাম আলোচনাই হয়নি বলে জানা গেল। রবিবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার জয়ের অন্যতম নায়ক প্রমোদ চাণ্ডিলাকেও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।

কিন্তু স্ট্যান্ড বাই কেন? জানা গেল, দলের তিন ক্রিকেটার ইশান কিষান, শাহবাজ নাদিম ও অশোক দিন্দাকে প্রথম দুই ম্যাচের পর আর পাওয়া যাবে না। তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে চলে যাবেন। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়েই এই ম্যাচ। তখন প্রজ্ঞান, প্রমোদদের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। এগারোয় থাকার সম্ভাবনা থাকলেই ডাকা হবে তাঁদের। কারণ, ওই সময় আবার এ দিকে বাংলার প্রস্তুতি শিবির চলবে জাতীয় টি টোয়েন্টির জন্য। যা চেন্নাইয়ে শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ৬ মার্চ পর্যন্ত। বাংলার প্রথম খেলা সেখানে অন্ধ্রর বিরুদ্ধে। সেই প্রস্তুতি শিবিরের কথা ভেবেই সাইরাজ বাহুতুলেকে পূর্বাঞ্চলের কোচ করা হল না বলে সিএবি সূত্রের খবর।

পূর্বাঞ্চল দল: মনোজ, সৌরভ, ইশান, শ্রীবৎস, জাগ্গি, অরুণ কার্তিক, ঋত্বিক, নাদিম, দিন্দা, প্রীতম দাস, সায়ন, বিপ্লব সামন্তরায়, ধীরজ সিংহ, বিরাট সিংহ, অমিত ভার্মা ও অভিজিৎ সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE