Advertisement
০৬ মে ২০২৪

মনোজকে নেতৃত্বে রেখেই হয়তো আজ দল বাছাই

অবশেষে মনোজ তিওয়ারির হাতেই বাংলার অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হল। বৃহস্পতিবার বিকেলে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের জন্য দল বাছতে বসবেন নির্বাচকরা। তার আগের দিনই মনোজকে সিএবি যুগ্মসচিব ও ভাবী প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, দায়িত্ব এ বার তাঁকেই নিতে হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৩:৫৮
Share: Save:

অবশেষে মনোজ তিওয়ারির হাতেই বাংলার অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হল। বৃহস্পতিবার বিকেলে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের জন্য দল বাছতে বসবেন নির্বাচকরা। তার আগের দিনই মনোজকে সিএবি যুগ্মসচিব ও ভাবী প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, দায়িত্ব এ বার তাঁকেই নিতে হবে।
গত মরসুমে বাংলার ক্যাপ্টেন লক্ষ্মীরতন শুক্ল মঙ্গলবার নির্বাচকদের এসএমএস করে জানিয়ে দেন তিনি এ বার নেতৃত্বের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। ঋদ্ধিমান সাহাও সাংবাদিকদের কাছে ক্যাপ্টেন না হওয়ারই ইচ্ছা প্রকাশ করেন। ফলে নেতৃত্বের ভার দেওয়ার জন্য মনোজ ছাড়া আর কেউই ছিলেন না। বুধবার দুপুরে মনোজকে সিএবি-তে নিজের ঘরে ডেকে পাঠান সৌরভ। তখনই তাঁকে জানিয়ে দেন, তিনিই ক্যাপ্টেন। রাতে সৌরভ এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, ‘‘হ্যাঁ, মনোজকেই ক্যাপ্টেনের দায়িত্ব নিতে বলেছি।’’
অর্থাৎ মনোজকে নেতৃত্বে রেখেই বৃহস্পতিবার বিকেলে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দল বাছা হবে। বেঙ্গালুরুতে কর্নাটকের বিরুদ্ধে যে উইকেটে খেলা হবে, তা পেস সহায়ক বলেই বাংলা শিবিরে খবর। সেই জন্যই বাংলার ১৫ জনের দলে পাঁচ পেসার নেওয়ার ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। অশোক দিন্দা, বীরপ্রতাপ সিংহ, সৌরভ সরকারের পাশাপাশি আরও দুই পেসার কে, তা দেখার। লক্ষ্মী সাধারণত দলে অন্যতম পেস বোলারের ভূমিকা পালন করে থাকেন। চার স্পিনার রাখা হতে পারে দলে। যার ফলে প্রজ্ঞান ওঝা, প্রদীপ্ত প্রামানিক, আমির গনির পাশাপাশি সৌরাশিস লাহিড়ীও হয়তো দলে থাকতে পারেন। সুদীপ চট্টোপাধ্যায়, শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, মনোজদের সঙ্গে ব্যাটিং বিভাগে কারা থাকবে, সেটাও প্রশ্ন। শোনা যাচ্ছে অনূর্ধ্ব ২৩ বা ১৯ দল থেকে দু-একজন ব্যাটসম্যান দলে নেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manoj Tiwary Bengal cricket kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE