Advertisement
১৯ মে ২০২৪

রোনাল্ডোর খারাপ ফর্ম যাচ্ছে, বলছেন মারাদোনা

রিয়াল মাদ্রিদকে বারো নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছেন। পর্তুগালের ইউরো স্বপ্ন পূরণ করেছেন। লিওনেল মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরও ফিরেছে তাঁর ক্যাবিনেটে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:২৫
Share: Save:

রিয়াল মাদ্রিদকে বারো নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছেন।

পর্তুগালের ইউরো স্বপ্ন পূরণ করেছেন।

লিওনেল মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরও ফিরেছে তাঁর ক্যাবিনেটে।

বিশেষজ্ঞদের মতে, এটাই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেরা মরসুম। যেখানে পুরোদমে নিজেকে নিংড়ে দিয়েছেন সিআর সেভেন। একের পর এক অতিমানবীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন।

কিন্তু রোনাল্ডোর ফ্যান ক্লাবে নিজের নাম লেখাতে নারাজ দিয়েগো মারাদোনা। ফুটবলের রাজপুত্র মানতেই চাইছেন না রোনাল্ডোর সেরা মরসুম ছিল এটা। বরং ছিয়াশি বিশ্বকাপের নায়কের মতে, ফর্মের নিরিখে রোনাল্ডোর খারাপ সময় চলছে। ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও মারাদোনার প্রাক্তন ক্লাব নাপোলি।

ফুটবল আইকনের মতে, ম্যাচটা যদি ফেব্রুয়ারিতে না হয়ে এখনই হতো, তা হলে কেউ রিয়ালকে অবিসংবাদী ফেভারিট বলত না। ‘‘আমার হাতে থাকলে আমি চাইতাম ম্যাচটা আজই হোক। তা হলে নাপোলির সুযোগ থাকত। কারণ রোনাল্ডো নিজের সেরা ফর্মে নেই,’’ বলেছেন মারাদোনা।

রোনাল্ডো বছরের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ইউরো ফাইনালে চোট পান। সেখান থেকে ফেরার পর থেকেই একটু হলেও ফর্ম হারান সিআর সেভেন। গোলের সামনে সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। নিয়মিত হ্যাটট্রিকও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু মারাদোনার মতে, কোনও বিশ্বমানের ফুটবলার ফর্ম হারালেও প্রতিভা হারান না।

তাই তো নাপোলিকে সতর্কবার্তাও দিচ্ছেন ক্লাবের প্রাক্তন প্রবাদপ্রতিম ফুটবলার। মারাদোনার প্রশ্ন, কত দিনই বা শান্ত রাখা যায় রোনাল্ডোর মতো ফুটবলারকে? ফেব্রুয়ারিতেই হয়তো সিআর আবার ফিরবেন সিআর-এর মেজাজে। ‘‘আমার তো মনে হয় খুব বেশি সময় লাগবে না রোনাল্ডোর আসল ফর্মে ফিরতে। ফেব্রুয়ারির মধ্যে ও আবার ছন্দে ফিরবেই,’’ বলছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন আর্জেন্তিনা অধিনায়ক।

কিছু দিন আগেই জল্পনা তুঙ্গে ছিল, প্রিয় ক্লাব নাপোলির হটসিটে হয়তো বসতে চলেছেন মারাদোনা। কোচ হওযার দৌড়ে রয়েছেন তিনি। এখনও সেই জল্পনা টিকে থাকলেও নাপোলি কিংবদন্তি নাকি ক্লাব কর্তাদের এটুকুই জানিয়েছেন, প্রস্তাব দেওয়া হলে তিনি ভেবে দেখবেন।

রোনাল্ডো ছাড়াও গঞ্জালো ইগুয়াইন প্রসঙ্গেও সমান বিস্ফোরক ছিলেন মারাদোনা। মরসুম শুরুতে তাঁর দেশজ ফুটবলার নাপোলি ছেড়ে বড় টাকায় সই করেন জুভেন্তাসে। যে সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মারাদোনা। কিংবদন্তির মতে, তাঁর সময় জার্সির প্রতি ভালবাসা ছাপিয়ে যেত টাকার অঙ্ককে। ‘‘আমার সময় পরিস্থিতি অন্য ছিল। আমি ভেবেছিলাম শার্ট নিয়ে। এখনকার সময় টাকা নিয়ে ভাবে সবাই। এই জন্য আমি নাপোলিতে থেকেছিলাম। আর ইগুয়াইন গেল জুভেন্তাসে,’’ বলছেন মারাদোনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diego Maradona Cristiano Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE