Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News< Football

মেসিকে টেডি বিয়ার বললেন মারাদোনা

ঘুরে ফিরে লিওনেল মেসিকে আক্রমণ করতে ছাড়েন না দিয়েগো মারাদোনা। কখনও কখনও সেটা ছাড়িয়ে যায় শালীনতার সীমা। এ বার মারাদোনা ‘টেডি বিয়ার’ বলতেও ছাড়লেন না।

মেসি-মারাদোনা। ছবি: সংগৃহীত।

মেসি-মারাদোনা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ২২:৪২
Share: Save:

ঘুরে ফিরে লিওনেল মেসিকে আক্রমণ করতে ছাড়েন না দিয়েগো মারাদোনা। কখনও কখনও সেটা ছাড়িয়ে যায় শালীনতার সীমা। এ বার মারাদোনা ‘টেডি বিয়ার’ বলতেও ছাড়লেন না।

রেফারির সঙ্গে খারাপ ব্যবহার করার চার ম্যাচে নির্বাসিত করা হয়েছিল মেসিকে। যে কারণে দেসের হয়ে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে খেলা হত না তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাসন তুলে নেওয়া হয়েছে। এক ম্যাচেই বাইরে থাকতে হয়েছে তাঁকে চিলির বিরুদ্ধে। কিন্তু মেসির উপর থেকে নির্বাসন তুলে নেওয়াটা মানতে পারেননি মারাদোনা। তাঁর মতে, এটা একটা খারাপ বার্তা যাবে। একই অপরাধ করা অন্য কেউ ছযদি ছাড় না পায় তা হলে পরিষ্কার বোঝা যাবে মেসিকে বিশেষ সুযোগ দেওয়া হল। যদিও মারাদোনা মনে করেন মেসি কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। তিনি একবছর মেসিকে কোচিং করিয়েছেন এবং তাঁর মনে মেসি ফুটবলারের থেকে অনেক বেশি টেডি বিয়ারের মতো।

আরও খবর: আই লিগের কাঁটা ফেডে তুলল লাল-হলুদ

মারাদোনা এখানেই থামেননি। তিনি সেই সব মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁরা মেসির নির্বাসন উঠে যাওয়ার পিছনে ভূমিকা রেখেছেন। আবার জানিয়েছেন, তিনি খুশি মেসির নির্বাসন উঠে যাওয়ায়। বিশেষ করে আর্জেন্তিনার জন্য। আবার বিশ্ব কাপের স্বপ্ন দেখার কথাও বলেছেন। এই মুহূর্তে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্তিনা। প্রথম চারে শেষ করতে পারলেই সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE