জল্পনার অবসান। ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন মারিয়ো রিভেরা। বৃহস্পতিবার লাল-হলুদ ক্লাবের তরফে এই ঘোষণা করা হল। কাকতালীয় হলেন, এ দিনই স্পেনের উদ্দেশে রওনা হলেন বিদায়ী কোচ আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। আলেসান্দ্রো যাওয়ার দিনেই একসময় তাঁর সহকারী প্রশিক্ষক থাকা মারিয়োর কোচ ঘোষিত হওয়া অদ্ভুত এক সমাপতন হয়ে উঠছে।
আই লিগের ডার্বিতে হেরে যাওয়ার পর হঠাৎই পদত্যাগ করেছিলেন আলেসান্দ্রো। তার পরই কোচের সন্ধান শুরু হয়। অনেক নাম ভেসে ওঠে সম্ভাব্য কোচের তালিকায়। কিন্তু দেখা যায় মারিয়োই যোগ্যতম। কারণ, তিনি একসময় আলেসান্দ্রোর সহকারী ছিলেন। ইস্টবেঙ্গলের এই ফুটবলারদের অনেককেই তিনি চেনেন। ইস্টবেঙ্গলও আই লিগের মাঝপর্বে এসে এমন কাউকে কোচ করতে চাইছে না যাঁর ফুটবলারদের সঙ্গে পরিচিত হতেই সময় লেগে যাবে। বরং এমন কেউ কোচ হলেই ভাল, যাঁর এই দল সম্পর্কে ও ফুটবলারদের সম্পর্কে একটা ধারণা রয়েছে।
মারিয়ো ভাল ভাবে চেনেন ফুটবলারদের। তাঁর সঙ্গে সম্পর্কও ভাল ফুটবলারদের। আলেসান্দ্রো যে ভাবে কোচিং করাতেন, তা জানেন মারিয়ো। আলেসান্দ্রোর ভাবনার সঙ্গেও পরিচিত ছিলেন তিনি। ফলে, মারিয়ো কোচ হিসেবে এলে তা ফুটবলারদের ক্ষেত্রে বড় ধাক্কা হবে না। আলেসান্দ্রোর মতো মারিয়োও একই রকম চিন্তাভাবনা নিয়ে এগোবেন বলে আশা করছেন কোয়েস কর্তৃপক্ষ।