Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Marnus Labuschagne

সেঞ্চুরিতেও সন্তুষ্ট নন লাবুশেন

নিজের সেঞ্চুরি নিয়ে লাবুশেনের মন্তব্য, ‘‘প্রতিপক্ষ যে-ই হোক, সেঞ্চুরি নিশ্চিত করাটা বড় ব্যাপার।

ছন্দে: ব্রিসবেনে সেঞ্চুিরর পরে লাবুশেনের উল্লাস। শুক্রবার। এপি

ছন্দে: ব্রিসবেনে সেঞ্চুিরর পরে লাবুশেনের উল্লাস। শুক্রবার। এপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ০৫:৫২
Share: Save:

ব্রিসবেন টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন। তবু মার্নাস লাবুশেন খুশি নন। তিনি অখুশি আরও বেশি রান করতে না পারার জন্য। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২৭৪। লাবুশেন করেছেন ১০৮, ২০৪ বলে। নিজের ইনিংস নিয়ে অতৃপ্ত ২৬ বছর বয়সি অস্ট্রেলীয় তারকার মন্তব্য, ‘‘আরও বেশি রান, সত্যিকারের বড় স্কোর করতে না পেরে আমি অবশ্যই হতাশ। সেটা পারলে দিনের শেষে অস্ট্রেলিয়া হয়তো আরও ভাল জায়গায় থাকত।’’

নিজের সেঞ্চুরি নিয়ে লাবুশেনের মন্তব্য, ‘‘প্রতিপক্ষ যে-ই হোক, সেঞ্চুরি নিশ্চিত করাটা বড় ব্যাপার। তবু বলব, আজ সম্ভবত আমার কাছে এই রানটাও কম মনে হচ্ছে। দরকার ছিল আরও বড় সেঞ্চুরি করার।’’ অস্ট্রেলীয় তারকা অবশ্য তাঁদের বেশি রান করতে না দেওয়ার জন্য প্রশংসা করেছেন ভারতীয় বোলারদেরও। জানিয়েছেন, স্ট্রোক নিয়ে খেলার বিশেষ সুযোগ টেস্টের প্রথম দিন তাঁরা পাননি। ‘‘ভারতীয় বোলিং আক্রমণকে আমার খুবই শৃঙ্খলিত মনে হয়েছে। প্রথম সেশনে তো আমাদের ওরা রান করার সুযোগই দেয়নি,’’ বলেছেন লাবুশেন। যোগ করেছেন, ‘‘সত্যিকারের ভাল একটা দলের বিরুদ্ধে খেলছি। ওদের বোলারদের প্রত্যেকেই ঠিক লাইনে বলে রেখেছে। সবাই জানত, কাকে কী করতে হবে। তা ছাড়া ওরা দারুণ দক্ষও!’’

নিজের ব্যাটিং কৌশল নিয়ে লাবুশেনের ব্যাখ্যা, ‘‘উইকেট অক্ষত রেখে ব্যাট করার পরিকল্পনাতে এগিয়েছি। বিশেষ করে, ওরা অতটা সুশৃঙ্খল বোলিং করায়। তবু জানতাম উইকেটে পড়ে থাকলে একটা সময়ের পরে বোলাররা ক্লান্ত হয়ে পড়বে। রান তখনই তুলতে হবে।’’ গ্যাবায় লাবুশেনকে তুলনামূলক ভাবে নতুন ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে হয়েছে। যা নিয়ে তিনি বলেন, ‘‘এসবই ক্রিকেটেরই অঙ্গ। তা ছাড়া তা উপভোগ করার ব্যাপারও। মাঠে নেমে পরিস্থিতি বুঝতে হয়েছে। ওখানে দাঁড়িয়েই কৌশল ঠিক করতে হয়েছে।’’ লাবুশেন মনে করেন, একজন অতিরিক্ত বোলার খেলিয়ে ঠিক করেছে ভারত। বিশেষ করে, নবদীপ সাইনিকে কুঁচকিতে চোট পেয়ে বেরিয়ে যেতে হওয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marnus Labuschagne Australia Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE