আই লিগ খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণার মধ্যেই ক্ষোভের আগুনে ফুটছে লাল-হলুদ শিবির। নেপথ্যে শনিবার কোয়েম্বত্তূরে মিনার্ভা এফসি-র বিরুদ্ধে চেন্নাই সিটি এফসি-র পেদ্রো মানজ়ির পেনাল্টি।
আই লিগ খেতাব নিশ্চিত করার জন্য মিনার্ভার বিরুদ্ধে শেষ ম্যাচে জিততেই হত চেন্নাইকে। কিন্তু ঘরের মাঠে তিন মিনিটের মধ্যেই খেয়ে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে পেনাল্টি পায় চেন্নাই। টেলিভিশনে দেখা গিয়েছে, পেনাল্টি মারার আগে মানজ়ি হাতের ইশারায় মিনার্ভা গোলরক্ষক নিধিনলালকে দেখাচ্ছিলেন তাঁর ডান দিক দিয়ে বল মারবেন। ঠিক সেটাই হল। আর চেন্নাই গোলরক্ষক বল যে দিক দিয়ে গোলে ঢুকল তার উল্টো দিকে ঝাঁপালেন। এই ভিডিয়ো ক্লিপিংস রবিবার ভাইরাল হয়ে যেতেই তোলপাড় শুরু হয়ে যায় ফুটবল মহলে। ইস্টবেঙ্গলের কর্তা থেকে সমর্থক, প্রশ্ন তুলতে শুরু করেন, তা হলে কি চেন্নাইকে চ্যাম্পিয়ন করার জন্য ম্যাচের ফল আগে থেকেই ঠিক করা ছিল। এই কারণেই কোন দিক দিয়ে বল মারবেন তা মানজ়ি জানিয়ে দিয়েছিলেন মিনার্ভা গোলরক্ষককে। যাতে কোনও ভাবেই গোল আটকানোর চেষ্টা না করেন নিধিনলাল।
শনিবার রাতেই লাল-হলুদ তারকা কাশিম আইদারা টুইটারে মিনার্ভার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, ‘‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। তবে সেটা দ্বিতীয় হওয়ার জন্য। এই ধরনের দল থাকলে ভারতীয় ফুটবল কখনও উন্নতি করতে পারবে না। দ্বিতীয়ার্ধে মিনার্ভা তিন জন বিদেশিকে তুলে নিয়ে ফুটবলের সৌন্দর্য ধ্বংস করেছে।’’