Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভিডিয়ো নিয়ে ফেডারেশনে যাবে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল

আই লিগ খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণার মধ্যেই ক্ষোভের আগুনে ফুটছে লাল-হলুদ শিবির। নেপথ্যে শনিবার কোয়েম্বত্তূরে মিনার্ভা এফসি-র বিরুদ্ধে চেন্নাই সিটি এফসি-র পেদ্রো মানজ়ির পেনাল্টি।

বিতর্ক: পেনাল্টি মারতে যাওয়ার আগে মানজ়ির সেই ইঙ্গিত।

বিতর্ক: পেনাল্টি মারতে যাওয়ার আগে মানজ়ির সেই ইঙ্গিত।

শুভজিৎ মজুমদার
কোঝিকোড় শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০৩:২৪
Share: Save:

আই লিগ খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণার মধ্যেই ক্ষোভের আগুনে ফুটছে লাল-হলুদ শিবির। নেপথ্যে শনিবার কোয়েম্বত্তূরে মিনার্ভা এফসি-র বিরুদ্ধে চেন্নাই সিটি এফসি-র পেদ্রো মানজ়ির পেনাল্টি।

আই লিগ খেতাব নিশ্চিত করার জন্য মিনার্ভার বিরুদ্ধে শেষ ম্যাচে জিততেই হত চেন্নাইকে। কিন্তু ঘরের মাঠে তিন মিনিটের মধ্যেই খেয়ে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে পেনাল্টি পায় চেন্নাই। টেলিভিশনে দেখা গিয়েছে, পেনাল্টি মারার আগে মানজ়ি হাতের ইশারায় মিনার্ভা গোলরক্ষক নিধিনলালকে দেখাচ্ছিলেন তাঁর ডান দিক দিয়ে বল মারবেন। ঠিক সেটাই হল। আর চেন্নাই গোলরক্ষক বল যে দিক দিয়ে গোলে ঢুকল তার উল্টো দিকে ঝাঁপালেন। এই ভিডিয়ো ক্লিপিংস রবিবার ভাইরাল হয়ে যেতেই তোলপাড় শুরু হয়ে যায় ফুটবল মহলে। ইস্টবেঙ্গলের কর্তা থেকে সমর্থক, প্রশ্ন তুলতে শুরু করেন, তা হলে কি চেন্নাইকে চ্যাম্পিয়ন করার জন্য ম্যাচের ফল আগে থেকেই ঠিক করা ছিল। এই কারণেই কোন দিক দিয়ে বল মারবেন তা মানজ়ি জানিয়ে দিয়েছিলেন মিনার্ভা গোলরক্ষককে। যাতে কোনও ভাবেই গোল আটকানোর চেষ্টা না করেন নিধিনলাল।

শনিবার রাতেই লাল-হলুদ তারকা কাশিম আইদারা টুইটারে মিনার্ভার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, ‘‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। তবে সেটা দ্বিতীয় হওয়ার জন্য। এই ধরনের দল থাকলে ভারতীয় ফুটবল কখনও উন্নতি করতে পারবে না। দ্বিতীয়ার্ধে মিনার্ভা তিন জন বিদেশিকে তুলে নিয়ে ফুটবলের সৌন্দর্য ধ্বংস করেছে।’’

বাঁ দিকে দেখিয়ে সে দিকেই শট নিলেন।

ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য শুধু ক্ষোভ জানিয়েই থেমে থাকছেন না। আগামী মরসুমে কী ভাবে আইএসএলে খেলবে তার রূপরেখা প্রস্তুত করার মধ্যেই মানজ়ির পেনাল্টি বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রয়োজনে আইনি লড়াইয়েরও কথাও ভাবছেন তাঁরা। জানা গিয়েছে, ফেডারেশনের কাছে অভিযোগ জানানোর আগে বিশেষজ্ঞদের দিয়ে পেনাল্টির ভিডিয়ো ক্লিপিংস পরীক্ষা করাবেন তাঁরা। সন্দেহজনক কিছু ধরা পড়লে দু-এক দিনের মধ্যেই সরকারি ভাবে অভিযোগ জানানো হবে। ইস্টবেঙ্গল কর্তাদের যুক্তি, ‘‘সব দিক থেকে নিশ্চিত হয়েই এগোতে চাই আমরা।’’ ইস্টবেঙ্গল যদি অভিযোগ করে তা হলে কি চেন্নাই-মিনার্ভা ম্যাচের তদন্ত হবে? ফেডারেশনের এক কর্তা বললেন, ‘‘আগে ইস্টবেঙ্গল অভিযোগ করুক। তার পরে সিদ্ধান্ত নেব।’’

মানজ়ির পেনাল্টি নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার রাতে কোঝিকোড় থেকে মুম্বই হয়ে কলকাতায় ফিরলেন জনি আকোস্তারা। আই লিগ চ্যাম্পিয়ন না হলেও তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে কয়েকশো লাল-হলুদ সমর্থক ফুল নিয়ে হাজির ছিলেন। আজ, সোমবার সকালে তাঁরা যুবভারতীতে অনুশীলনে নামবেন। তার পরে কোচ আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়া-সহ অধিকাংশই ছুটি কাটাতে বাড়ি ফিরে যাবেন। দশ দিন পরে কলকাতায় ফিরে সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়বেন।

এরই মধ্যে মিনার্ভার কর্ণধার রঞ্জিত বাজাজ আবার ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন। টুইটারে তিনি লেখেন, ‘‘ইস্টবেঙ্গলের সমর্থকেরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ওদের ধারণা, আমরা ইচ্ছে করে এ রকম করেছি। যা-ই হোক চেন্নাইকে অভিনন্দন চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’’

আই লিগ শেষ হয়ে গেলেও মাঠের বাইরে লড়াই অব্যাহত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE