Advertisement
১১ মে ২০২৪
MCC

কাঠের বদলে কোহলীদের হাতে বাঁশের ব্যাট? সম্ভাবনা কতটা জানিয়ে দিল ক্রিকেট আইনের রক্ষকরা

ক্রিকেটের সব নিয়ম নির্ধারণ করে এমসিসি। তারা এই বিষয়ে নিয়ম নিয়ে আসবে বলেও জানিয়েছে।

বাঁশের ব্যাট হাতে গবেষক দর্শিল শাহ।

বাঁশের ব্যাট হাতে গবেষক দর্শিল শাহ। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৭:৩৮
Share: Save:

বাঁশের তৈরি ব্যাটে খেলা যাবে না জানিয়ে দিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বাঁশের ব্যাটে খেলা ‘অনৈতিক’ হবে বলে মত তাদের। ক্রিকেটের সব নিয়ম নির্ধারণ করে এমসিসি। তারা এই বিষয়ে নিয়ম নিয়ে আসবে বলেও জানিয়েছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শিল শাহ এবং বেন টিঙ্কলার-ডেভিসের অভিনব গবেষণায় জানা যায় কাশ্মীরি বা ইংলিশ উইলো ব্যাটের চেয়ে বাঁশের ব্যাটে বেশি রান করা সম্ভব। তাঁদের মতে বাঁশের ব্যাটে সুইট স্পট এতটাই বেশি থাকে যে ইয়র্কার বলেও চার, ছয় মারা সম্ভব। এই ধরনের ব্যাট অনেক সাশ্রয়করও। তবে এমসিসি-র তরফে বলা হয়, “এখনকার নিয়ম অনুযায়ী ব্যাট কাঠেরই হতে হবে। বাঁশ এক ধরনের ঘাস। তাই সেই ধরনের কিছু দিয়ে ব্যাট তৈরি করা হলে তা নিয়মবিরুদ্ধ কাজ হবে।”

এমসিসি-র তরফে বাঁশের ব্যাটকে ‘অনৈতিক’ বলা হয়। তারা বলে, “বাঁশের ব্যাট আনতে গেলে নিয়ম পাল্টাতে হবে নয়তো বাঁশকে কাঠ বলতে হবে। এটা অনৈতিক। তবে ছোটদের জন্য বাঁশের ব্যাট জানানো যেতে পারে।” গবেষকদের মতে বাঁশের ব্যাট অনেক বেশি শক্তিশালী এখনকার ব্যাটের থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket MCC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE