Advertisement
E-Paper

১০০তম টেস্টে শূন্য রানের তালিকায় ম্যাকালাম

খেলতে নেমেছিলেন ১০০তম টেস্টে। তিনি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর এই কৃতিত্বকে সম্মান জানাতে হততালিতে ফেঁটে পড়েছিল পুরো গ্যালারি। কিন্তু পরের মুহূর্তেই ছন্দপতন। খেললেন মাত্র সাত বল। রান এল না কোনও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৪

খেলতে নেমেছিলেন ১০০তম টেস্টে। তিনি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর এই কৃতিত্বকে সম্মান জানাতে হততালিতে ফেঁটে পড়েছিল পুরো গ্যালারি। কিন্তু পরের মুহূর্তেই ছন্দপতন। খেললেন মাত্র সাত বল। রান এল না কোনও। ম্যাকালামের আগে ৬৩ জনই ১০০তম শতরান টেস্ট খেলেছেন। তিনি হলেন ৬৪তম। সেই রেকর্ডের সঙ্গে শূন্যরানের রেকর্ডও যোগ হয়ে গেল ম্যাকালামের নামের পাশে। শততম ম্যাচ খেলতে নেমে কোনও রান করে ফেরার তালিকাটা খুব বড় নয়। সেখানে যোগ দিলেন ম্যাকালাম।

অধিনায়ক হিসেবে ১০০তম ম্যাচ খেলতে নেমে কোনও রান করে এর আগে ফিরেছিলেন পাঁচ জন। সেই তালিকায় ষষ্ঠ সংযোজন নিউজিল্যান্ড অধিনায়ক। বাকিরা হলেন, দিলীপ বেঙ্গসরকার, অ্যালান বর্ডার। মার্ক টেলর, স্টিভেন ফ্লেমিং ও অ্যালিস্টার কুক। অধিনায়ক ছাড়া এই তালিকায় রয়েছেন কোর্টনি ওয়ালশ। তাহলে ১০০তম ম্যাচ খেলতে নেমে কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরেছেন মাত্র সাতজন। অনেক রেকর্ডের মধ্যে এটা একটা কাটার মতোই খচখচ করবে ম্যাকালামের ক্রিকেট জীবনে।

অধিনায়কের ব্যাট যেদিন কথা বলল না সেদিন পুরো দলের ব্যাটিং রীতিমতো মুখ থুবরে পড়ল। ১৮৩ রানে অল আউট হয়ে গেল কিউইরা।

আরও খবর

আসাদ রউফকে নির্বাসিত করল বিসিসিআই

1ooth test duck McCullum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy