ভারতীয় বোর্ডের পটৌ়ডি স্মারক বক্তৃতায় জুনিয়র ক্রিকেটের সার্বিক উন্নতি নিয়ে দীর্ঘ বক্তব্য রাখলেন রাহুল দ্রাবিড়।
তার আগে বোর্ডের ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে স্বীকার করে নিলেন, তাঁর মোকাবিলা করা সবচেয়ে কঠিন পেসার ছিলেন গ্লেন ম্যাকগ্রা। ‘‘সেরা ফর্মের ম্যাকগ্রাকে খেলেছি আমি। ও যখন ভাল বল করত, নিজের অফস্টাম্প বিচার করা খুব কঠিন হয়ে যেত,’’ বলেন দ্রাবিড়। তাঁর খেলা সবচেয়ে মারাত্মক স্পিনার ছিলেন মুথাইয়া মুরলীধরন। দ্রাবিড়ের মন্তব্য, ‘‘ও দু’দিকেই বল ঘোরাতে পারত। তা-ও কম নয়, অনেকটা। ওকে বোঝা খুব কঠিন ছিল।’’