Advertisement
০৩ মে ২০২৪
Sports News

আফগানিস্তানের কোচ হতে পারেন কাইফ

খবর বলছে ইতিমধ্যেই এসিবির চেয়ারম্যান শুকরুল্লা আতিফ মাশাল ও সিইও শফিকুল্লা স্তানিকজাইয়ের সঙ্গে আগামী সপ্তাহেই আলোচনায় বসবেন কাইফ। এখন এটাই দেখার খেলা থেকে অবসর নিয়ে কোচিংয়ে চলে যান কি না এই অল-রাউন্ডার।

মহম্মদ কাইফ। —ফাইল চিত্র।

মহম্মদ কাইফ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫৪
Share: Save:

আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হতে পারেন মহম্মদ কাইফ। আরও এক ভারতীয়র দিকেই ঝুঁকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একমাস আগেই লালচাঁদ রাজপুতের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড। এতদিন আফগানিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন এই ভারতীয়। কিন্তু তাঁর চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তা আর নতুন করে করা হয়নি। রাজপুতকে বুঝিয়ে দেওয়া হয়েছে তাঁকে চাইছে না আফগান ক্রিকেট বোর্ড। তবে ভারতীয়দের ছাড়তে পারছে না তারা। লালচাঁদ রাজপুতকে ছেড়ে এ বার মহম্মদ কাইফের সঙ্গে কথা চলছে। যা খবর তাতে মহম্মদ কাইফকে কোচ বেছে নিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন

দল নির্বাচনে স্মিথের বিরুদ্ধে অভিযোগ স্বজনপোষণের

কাইফ ১৩টি টেস্ট ১২৫টি ওডিআই খেলেছেন দেশের হয়ে। সম্প্রতি ছত্তিশগড়ের অধিনায়ক ও মেন্টরের হিসেবে নাম ঘোষণা করা হয় কাইফের। আগের রঞ্জি ট্রফিতেও দলের নেতৃত্ব দিয়েছিলেন কাইফ। কিন্তু খবর বলছে ইতিমধ্যেই এসিবির চেয়ারম্যান শুকরুল্লা আতিফ মাশাল ও সিইও শফিকুল্লা স্তানিকজাইয়ের সঙ্গে আগামী সপ্তাহেই আলোচনায় বসবেন কাইফ। এখন এটাই দেখার খেলা থেকে অবসর নিয়ে কোচিংয়ে চলে যান কি না এই অল-রাউন্ডার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE