Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bangladesh

এক দশক পর সাকিব, তামিম, মুশফিকুরদের টিমমেট হতে যাচ্ছেন মেহেদি!

সাকিব,তামিম,মুশফিকুরের সঙ্গে মেহেদি মারুফ খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। করেছেন টপ অর্ডারে ব্যাটিং। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চম হওয়া ওই দলটির ৮ ক্রিকেটার পরবর্তী কালে বাংলাদেশকে দারুন সার্ভিস দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১৯:৫৬
Share: Save:

সাকিব,তামিম,মুশফিকুরের সঙ্গে মেহেদি মারুফ খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। করেছেন টপ অর্ডারে ব্যাটিং। ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চম হওয়া ওই দলটির ৮ ক্রিকেটার পরবর্তী কালে বাংলাদেশকে দারুন সার্ভিস দিয়েছেন। অবসর না নিয়েও মেহরাব হোসেন জুনিয়র, রকিবুল হাসান, ডলার মাহমুদ, সোহরাওয়ার্দি শুভরা এখন জাতীয় দলে ফেরার আর স্বপ্ন দেখেন না। শামসুর রহমান শুভ অবশ্য আশা ছাড়েননি। সাকিব, তামিম যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পার করেছেন এক দশক, ১১ বছর পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পূর্তির সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম, এক সময়ের টিমমেট মেহেদি মারুফ এখন তাঁদের সঙ্গেই খেলার স্বপ্ন দেখছেন। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ২০১৪-১৫ মরশুমে করেছেন ৫৭৭ রান,২০১৬ সালে ৫০০ রান। তাতেও নির্বাচকদের নজরে আসেননি। বিসিবি অ্যাকাডেমি কিংবা বাংলাদেশ ‘এ’, এমনকী বিসিবি একাদশের হয়ে খেলার জন্যও বিবেচিত হননি। অথচ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০’র চলতি আসরেই অন্য ভাবে নিজেকে চিনিয়েছেন ঢাকা ডায়নামাইটসের এই ওপেনার। দল ভর্তি তারকার ছড়াছড়ি। তারপরও এক সময়ের বন্ধু মেহেদি মারুফের উপর আস্থা রেখেছেন সাকিব। বন্ধুর আস্থার প্রতিদান দিয়ে বিপিএলের চলতি আসর মাতাচ্ছেন মেহেদি। ৫ ম্যাচে ২ হাফ সেঞ্চুরি, ২০৫ রানে ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে। গড়টাও ঈর্ষনীয়, ৫০.৭৫। স্ট্রাইক রেট সেখানে ১৫৬.১৫। বিপিএলে এমন পারফরম্যান্সে মেহেদি মারুফকে নিয়ে ভাবতে হচ্ছে এখন বিসিবি-কে।

আগামী মাসের তৃতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে সিডনিতে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। ৯ ও ১০ ডিসেম্বর ২টি দলে ভাগ হয়ে সিডনির ফ্লাইট ধরবেন ক্রিকেটাররা। এই সফরকে সামনে রেখে গত ৪ নভেম্বর ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। নাসির, শাহরিয়ার নাফিস, রুবেল-সহ ৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। ঘোষিত স্কোয়াড এবং স্ট্যান্ড বাই তালিকায় না থেকেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের স্বপ্ন দেখছেন মেহেদি মারুফ। ২২ জনের স্কোয়াডে থাকা পেসার হান্টের আবিস্কার এবাদত হোসেন এবং লেগ স্পিনার তনভির হায়দার চোটের জন্য মিস করছেন বিপিএল। অস্ট্রেলিয়া সফরের আগে পুরোপুরি ফিট হয়ে না উঠলে এই ২ ক্রিকেটারের পরিবর্ত খুঁজতে হবে নির্বাচকদের। তবে তার আগেই স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে কপাল খুলতে যাচ্ছে শাহরিয়ার নাফিস, নাসির হোসেনের।

বিপিএলের চলতি আসরে নজরকাড়া পারফরম্যান্সে ৫ ইনিংসে ৩ ফিফটিতে ১৯৬ রানে ( গড় ৪৯.০০,স্ট্রাইক রেট ৪৯.০০) বরিশাল বুলস টপ অর্ডার শাহরিয়ার নাফিস ৩ বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করেছেন। বিপিএলে ধারাবাহিক ( ৫ ম্যাচে ১০১ রান ও ৩ উইকেট) পারফরমেন্সের কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফর্ম করেও দলের বাইরে কাটানোর যন্ত্রণার অবসান হচ্ছে স্পিন অল রাউন্ডার নাসির হোসেনের। মেহেদির সাহসী ব্যাটিং মুগ্ধ করেছে বিসিবি সভাপতিকেও। বৃহস্পতিবার বিপিএলের খেলা দেখতে চট্টগ্রামে এসে এই তিন ক্রিকেটারের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের সম্ভাবনার কথা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেন, “মেহেদি মারুফ এবং শাহরিয়ার নাফিস অসম্ভব ভাল খেলেছে। নাসিরও চমৎকার খেলছে। কোচ, নির্বাচক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরের দলে অন্তর্ভূক্ত করা যায় কি না, সে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্তর্ভুক্ত করে, তা না হলে দলে পরিবর্তন এনে হলেও তাদেরকে ঢোকানোর প্রস্তাব দিয়েছি।”

আরও পড়ুন: ব্যাটে বলে অশ্বিনের দাপট, বিশাখাপত্তনমে ধুঁকছে ইংল্যান্ড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE