Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মেহুলির বিরল নজির

মেহুলি বিশ্বরেকর্ডের চেয়ে বেশি পয়েন্ট স্কোর করলেও সেটি বিশ্বরেকর্ড হিসেবে ধরা হচ্ছে না।

মেহুলি ঘোষ।

মেহুলি ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০৩:৪০
Share: Save:

আগামী মাসে সিনিয়র-জুনিয়র দুটো বিশ্বকাপ। তার আগে দুরন্ত ছন্দে বাংলার শুটার মেহুলি ঘোষ। সোমবার নয়াদিল্লিতে বিশ্বকাপ ট্রায়ালে বিশ্বরেকর্ডের চেয়ে বেশি স্কোর করলেন মেহুলি। ১০ মিটার এয়ার রাইফেলে তাঁর স্কোর ২৫৪। যেটা সিনিয়র বিশ্বরেকর্ড স্কোরের (২৫২.৯) চেয়ে ১.১ পয়েন্ট বেশি। সিনিয়র-জুনিয়র দু’বিভাগেই সোনা জিতেছেন মেহুলি।

মেহুলি বিশ্বরেকর্ডের চেয়ে বেশি পয়েন্ট স্কোর করলেও সেটি বিশ্বরেকর্ড হিসেবে ধরা হচ্ছে না। মেহুলির প্রশিক্ষক জয়দীপ কর্মকার এ দিন বলেন, ‘‘বিশেষ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্কোর করলে তবেই সেটা বিশ্বরেকর্ড হিসেবে ধরা হয়। দিল্লির এই ট্রায়ালের স্কোর তাই রেকর্ড হিসেবে ধরা হবে না।’’

তবে জয়দীপ মনে করেন, আসন্ন বিশ্বকাপের আগে এ রকম স্কোর করায় মেহুলির আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। জুলাইয়ের মাঝামাঝি জার্মানিতে রয়েছে জুনিয়র বিশ্বকাপ। তার পরে জুলাইয়ের শেষে রিয়ো ডি জেনেইরোতে সিনিয়র বিশ্বকাপ।

মেহুলির সামনে এখন প্রথম লক্ষ্য টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা। যে লক্ষ্যে পৌঁছনোর জন্য তৈরি হচ্ছেন তিনি। জয়দীপ বলছিলেন, ‘‘চ্যালেঞ্জটা খুবই কঠিন। বিশ্বকাপে ভাল স্কোর করতেই হবে মেহুলিকে। তা হলে ও লড়াইয়ে থাকবে।’’ টোকিয়ো অলিম্পিক্সে মেহুলির বিভাগে দুটো কোটা পেয়েছে ভারত। এখন দেখার সেই কোটায় শেষ পর্যন্ত কোন দু’জন শুটার যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shooting Mehuli Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE