Advertisement
০২ মে ২০২৪

মেসির জোড়া গোল, রোনাল্ডো ফের বাইরে

লিওনেল মেসি ফিরেছেন গোলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরেছেন সাইডলাইনে। দুই মহাতারার লড়াইয়ে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ।

সুয়ারেজের আদরে মেসি। ছবি: রয়টার্স।

সুয়ারেজের আদরে মেসি। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৩
Share: Save:

লিওনেল মেসি ফিরেছেন গোলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরেছেন সাইডলাইনে।

দুই মহাতারার লড়াইয়ে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। সেল্টিকের বিরুদ্ধে হ্যাটট্রিকের তিন দিনের মধ্যেই লা লিগাতেও জোড়া গোল করলেন মেসি। যার সৌজন্যে শনিবার লেগানেসের বিরুদ্ধে ৫-১ জিতল বার্সা।

দুর্বল লেগানেসের বিরুদ্ধে দাপুটে মেজাজেই শুরু করে লুইস এনরিকের দল। মেসির গোলে ১-০ এগোয় বার্সা। সুয়ারেজ ও নেইমারের গোলে বিরতির আগেই জয় নিশ্চিত করে কাতালান ক্লাব। দ্বিতীয়ার্ধেও গোলের উৎসব চলতে থাকে। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। রাফিনহাও গোলদাতার তালিকায় নিজের নাম লিখিয়ে দেন। শেষমেশ ফ্রি-কিক থেকে লেগানেসের গ্যাব্রিয়েল গোল করলেও সেটা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছুই ছিল না।

আলাভেজের বিরুদ্ধে গত শনিবার হারের পর প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু জবাবে শেষ দুই ম্যাচে ১২ গোল করার পরে বার্সা সেই চেনা ছন্দেই।

বার্সা কোচ লুইস এনরিকে বলছেন, ‘‘দল আজ দারুণ খেলেছে। বিপক্ষের প্রতিটা ভুলের থেকে ফায়দা তুলেছি আমরা। আমি খুব খুশি।’’ সঙ্গে অবশ্য তিনি যোগ করেন, ‘‘পাঁচ গোল করলেও শুরুর থেকে একটু সমস্যা হচ্ছিল দলের। কিন্তু গোলগুলো পেয়ে যাওয়ায় কাজটা সহজ হয়ে যায়।’’

তিনের শক্তি

তবে চিরপ্রতিদ্বন্দ্বী যখন গোলের পর গোল করে যাচ্ছেন, অসুস্থতার জন্য রোনাল্ডো ফের সাইডলাইনে থাকতে চলেছেন। রবিবার লা লিগায় রিয়ালের সামনে এস্প্যানিয়ল। যে ম্যাচের আগে ফ্লু বাঁধিয়ে বসেছেন মহাতারকা। দলের সঙ্গে ট্রেনিংও করতে পারেননি সিআর সেভেন। কোচ জিনেদিন জিদান জানিয়ে দিয়েছেন, এস্প্যানিয়লের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের দলে থাকছেন না রোনাল্ডো। ‘‘না, রোনাল্ডোকে দলে রাখছি না। ওকে ছেড়েই আমরা এস্প্যানিয়লে খেলতে যাচ্ছি। ক্রিশ্চিয়ানোর গলায় সমস্যা। এস্প্যানিয়লের জন্য ও তৈরি নয়।’’

দু’মাস বাইরে থাকার পর কিছু দিন আগেই চোট সারিয়ে ফিরেছিলেন রোনাল্ডো। কিন্তু পর্তুগিজ মহাতারকার অসুস্থতা নিয়ে ফের চিন্তায় রিয়াল ভক্তরা। লস ব্ল্যাঙ্কোসের চিন্তা অবশ্য বাড়িয়ে দিয়েছেন গ্যারেথ বেলও। সিআর সেভেনের মতো এস্প্যানিয়ল ম্যাচে থাকবেন না বেলও। যাঁর পেশিতে চোট। এ দিন লা লিগার অন্য ম্যাচে আবার স্পোর্টিং গিজনকে ৫-০ হারাল আটলেটিকো মাদ্রিদ। জোড়া গোল করলেন ফের্নান্দো তোরেস ও আঁতোয়া গ্রিজম্যান।

জিতল লিভারপুল: হেন্ডারসনের অবিশ্বাস্য গোলের জোরে চেলসি-কে ২-১ হারাল লিভারপুল। শুক্রবার রাতে ইপিএলে ছিল কন্তে বনাম ক্লপের মহারণ। যে লড়াইকে ছাপিয়ে গেল হেন্ডারসনের স্বপ্নের গোল। পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে বলটাকে কার্ল করে অবিশ্বাস্য গোল করেন ইংলিশ মিডফিল্ডার। হেন্ডারসন বলছেন, ‘‘আমি নিজেও ভাবিনি শটটা গোল হবে।’’ শনিবার বোর্নমাউথকে ৪-০ হারাল ম্যাঞ্চেস্টার সিটি। হাল সিটির বিরুদ্ধে ৪-১ জিতল আর্সেনালও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

messi ronaldo la liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE