Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নতুন মুখের প্রশংসায় রোহিত

মুম্বইয়ে দলের স্পনসরদের অনুষ্ঠানে শনিবারের হার নিয়ে রোহিত সাংবাদিকদের বলেন, ‘‘চাপের মুখে আমাদের অনেক কিছুই ঠিক হয়নি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০৪:৩৭
Share: Save:

প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে অপ্রত্যাশিত ভাবে হারতে হয়েছে তাঁদের। তবে এই হতাশার মধ্যেও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে আশার আলো এ বারের আইপিএল-এর প্রথম আবিষ্কার ময়ঙ্ক মার্কণ্ডে। অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, এই লেগস্পিনারই হয়ে উঠতে পারেন তাঁর দলের বড় অস্ত্র। শনিবার ওয়াংখেড়েতে যে ভাবে ময়ঙ্কের বিষাক্ত গুগলি মহেন্দ্র সিংহ ধোনি-সহ তাঁর তিন ব্যাটসম্যানের উইকেট তুলে নেয়, তাতে মুগ্ধ রোহিত।

পঞ্জাবের এই ২০ বছর বয়সি তরুণ স্পিনারকে নিয়ে রোহিতের আশা, ‘‘নেটে আমি ময়ঙ্কের বিরুদ্ধে ব্যাট করেছি। মাঝের ওভারগুলোতে একজন লেগস্পিনারকে দরকার হয়, যে উইকেট নিতে পারে। ময়ঙ্ক সেটাই করেছে সে দিন। ওর দক্ষতা ও নিয়ন্ত্রণ খুব ভাল। ও আমাদের বড় অস্ত্র হয়ে উঠতে পারে। আমাকে আর মাহেলাকে (দলের কোচ) ওর পাশে থাকতে হবে। সর্বোচ্চ স্তরে সফল হতে গেলে যা থাকা দরকার, তার সবই ওর মধ্যে আছে।’’

মুম্বইয়ে দলের স্পনসরদের অনুষ্ঠানে শনিবারের হার নিয়ে রোহিত সাংবাদিকদের বলেন, ‘‘চাপের মুখে আমাদের অনেক কিছুই ঠিক হয়নি। শেষ তিন ওভারে ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যায়।’’ ১৯তম ওভারে যশপ্রীত বুমরা তিনটি ছয়-সহ ২০ রান দিলেও তাঁকে দোষ দিতে রাজি নন রোহিত। বলেন, ‘‘বুমরা দেশের অন্যতম সেরা ডেথ বোলার। কারও একটা দিন খারাপ যেতেই পারে। এখানেই তো সব শেষ হয়ে যাচ্ছে না। তা ছাড়া মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছে। এ বারেও সেই একই ঘটনা ঘটতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE