আইএসএল শুরু করা নিয়ে দ্রুত বৈঠক চেয়ে ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠাল ক্লাবেদের জোট। আইএসএল চালু করা নিয়ে যে ভাবে ফেডারেশন গড়িমসি করছে তাতে ক্ষুব্ধ ক্লাবগুলি। তারা স্পষ্ট জানিয়েছে, লিগ আয়োজন করতে তাদের অসুবিধা নেই। কিন্তু দিনের পর দিন এ ভাবে ফেডারেশনের টালবাহানা চলতে পারে না। ফেডারেশন গভীর ক্ষতে ব্যান্ড-এড লাগিয়ে উপশমের চেষ্টা করছে বলে কটাক্ষ করা হয়েছে চিঠিতে।
ক্লাবেদের পাঠানো চিঠি রয়েছে আনন্দবাজার ডট কমের হাতে। সেখানে ফেডারেশনের পাঠানো একটি চিঠির প্রত্যুত্তরে ক্ষোভ জানানো হয়েছে। ক্লাবগুলির দাবি, গত ৫ ডিসেম্বরের বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল, সেটা নিয়ে কোনও সন্তোষজনক উত্তরই দেওয়া হয়নি। যে সমস্যা তৈরি হয়েছে, তার বাণিজ্যিক, আইনি এবং প্রক্রিয়াগত কঠিন পরিস্থিতি বুঝতেই চাইছে না ফেডারেশন। যে ভাবে গোটা বিষয়টিকে নিয়ে অবজ্ঞার সুরে উত্তর দেওয়া হয়েছে এবং ক্লাবগুলির ঘাড়েই সব দোষ ঠেলতে চাওয়ার চেষ্টা হয়েছে, তা নিয়ে ক্ষিপ্ত সকলেই। ক্লাবগুলির যুক্তি, সংবিধানের দোহাই দেখিয়ে ফেডারেশন কাজ করছে না। নিজেদের দায়িত্ব ঠেলার চেষ্টা করছে ক্লাবগুলির দিকে।
ক্লাবগুলি জানিয়েছে, সাংবিধানিক এবং পরিকাঠামোগত দিকগুলি খেয়াল না রেখে যে কোনও ধরনের স্বল্পমেয়াদি ব্যবস্থা গুরুতর ক্ষতে স্রেফ ব্যান্ড-এড লাগিয়ে চিকিৎসা করার মতোই ব্যাপার। এ ধরনের ব্যবস্থা বাণিজ্যিক ভাবে অসফল হতে বাধ্য। কারণ এতে লিগ চালানোর পুরো দায়ভার ভবিষ্যতে ক্লাবগুলির উপরেই বর্তাবে। যে ভাবে বছরের পর ক্ষতির মুখে পড়ছে ক্লাবগুলি, তাতে এই ব্যবস্থা মোটেই কার্যকর নয়।
চিঠিতে সাফ জানানো হয়েছে, যদি ফেডারেশন সংবিধান সংশোধন না করতে পারে বা লিগ চালানোর জন্য বাণিজ্যিক ভাবে সুনির্দিষ্ট মডেল তৈরি করতে না পারে, তা হলে ক্লাবগুলির হাতেই দীর্ঘ মেয়াদের জন্য লিগ চালানোর ভার দিয়ে দেওয়া হোক। সঠিক পরিকল্পনা করে এবং বাণিজ্যিক ভাবে সফল হওয়ার কৌশল তৈরি করে লিগ আয়োজন করার জন্য ক্লাবগুলি তৈরি। এমনকি, দরকার হলে ফেডারেশনের সঙ্গে যৌথ ভাবে লিগ চালাতে রাজি ক্লাবগুলি।
আরও পড়ুন:
এ বিষয়ে আলোচনা করার জন্য দ্রুত বৈঠক ডাকা হয়েছে ক্লাবগুলির তরফে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েও লেখা হয়েছে, গঠনমূলক এবং সময়ানুগ সিদ্ধান্ত নিতে হবে। অতীতে আলোচনা হয়ে গিয়েছে, এমন বিষয় নিয়ে সময় নষ্ট করলে চলবে না।
আইএসএলের ১২টি ক্লাব এই চিঠিতে সই করেছে। ব্যতিক্রম শুধু ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি। ইস্টবেঙ্গল জানিয়েছে, ক্লাবগুলির জোট বেঁধে লিগ চালানোর পক্ষে তারা নয়।