১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের চেয়ে ১৯৮৫ সালের ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে এগিয়ে রেখেছিলেন জাতীয় দলের প্রধান কোচ। রবি শাস্ত্রীর সেই দাবির সঙ্গে এ বার সহমত মাইকেল হোল্ডিং। এই মন্তব্যের বিরোধিতা করার যুক্তি খুঁজে পাচ্ছেন না প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসারের কথায়, “একেবারেই বিরোধিতা করছি না রবি শাস্ত্রীর দাবির। ফাইনালেও তো পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নামতেই হয়নি সুনীল গাওস্করকে। ভাবুন, সেই দলটা এমনই ছিল যে ব্যাট হাতে গাওস্করেরও প্রয়োজন পড়েনি। এতেই তো বোঝা যায় দলটা কত শক্তিশালী ছিল। রবি আর কৃষ্ণমাচারি শ্রীকান্ত ওপেন করেছিল। দারুণ একটা জুটিও গড়েছিল। আরও কিছু চমৎকার ক্রিকেটার ছিল দলে। যেমন আজহারউদ্দিন। তখন একেবারে তরুণ, সবে জাতীয় দলে এসেছে।”
আরও পড়ুন: দলের সেরা ফিল্ডার কে? উত্তর দিলেন কোহালি