অপ্রতিরোধ্য মিনার্ভা এফসি। লুধিয়ানায় ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজ-কে ১-০ হারিয়ে শীর্ষ স্থান দখলে রাখল তারা।
অভিষেকের আই লিগে গত মরসুমে সে ভাবে নজর কাড়তে পারেনি মিনার্ভা এফসি। এই মরসুমে কিন্তু শুরু থেকেই দুরন্ত ছন্দে। প্রথম ম্যাচেই সনি নর্দে-দের আটকে দেয় তারা। পাঁচটি ম্যাচের একটিতেও হারেনি মিনার্ভা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা মিনার্ভা জিতেছে চারটি ম্যাচ। ড্র করেছে একটি ম্যাচে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দল অ্যারোজের বিরুদ্ধে এ দিন জয় অবশ্য সহজে আসেনি মিনার্ভার। রুদ্ধশ্বাস ম্যাচের ৮০ মিনিটে একমাত্র গোলটি করেন চেঙ্কো গেইলশেন। ২১ বছর বয়সি এই স্ট্রাইকার ভুটানের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাঁকে ভুটানের ‘রোনাল্ডো’ বলা হয়। পর্তুগাল অধিনায়কের মতো তিনিও সাত নম্বর জার্সি পরে খেলেন। এ দিন চেঙ্কোর গোলেই লিগ টেবলের এক নম্বর জায়গা ধরে রাখল মিনার্ভা।