Advertisement
E-Paper

মহিলা ক্রিকেটার হিসাবে অনন্য নজির মিতালির

প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ২০০ তম ম্যাচ খেললেন তিনি। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড হল মিতালির।

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৪
ইতিহাস সৃষ্টির করা ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ। ছবি মিতালির টুইটার থেকে।

ইতিহাস সৃষ্টির করা ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ। ছবি মিতালির টুইটার থেকে।

মহিলা ক্রিকেটার হিসাবে নতুন ইতিহাস লিখলেন ভারতের মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ২০০ তম ম্যাচ খেললেন তিনি। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড হল মিতালির। মহিলা ক্রিকেটার হিসাবে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতিমধ্যেই রয়েছে তাঁর দখলে।

মহিলাদের একদিনের ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ডে মিতালির পর রয়েছেন শার্লট এডওয়ার্ডে। ইংল্যান্ডের হয়ে তিনি খেলেছেন ১৯১টি ম্যাচ। ১৭৪টি ম্যাচ খেলে ভারতের ঝুলন গোস্বামী রয়েছেন তিন নম্বরে।

১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারের প্রথম ম্যাচটি খেলেছিলেন মিতালি। সেই ম্যাচে ১১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই ম্যাচে ভারত জিতেছিল ১৬১ রানে।

আরও পড়ুন: ভারতকে বিদ্রুপ করে ট্রোল্‌ড প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক

প্রায় দুই দশক ধরে ভারতীয় মহিলা দলের প্রতিনিধিত্ব করে মহিলা ক্রিকেটের অনেক রেকর্ড এখন মিতালির ঝুলিতে।২০০টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৬ হাজার ৬২২ রান। যা মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান। একদিনের মহিলা ক্রিকেটে সবথেকে বেশি হাফ-সেঞ্চুরি করার রেকর্ডও তাঁর দখলে।

আরও পড়ুন: সানিয়ার কাছ থেকে ‘বিশেষ উপহার’ চাইলেন পরিনীতি, উত্তরে সানিয়া বললেন...

(খেলার জগতের বাছাই ঘটনা নিয়েবাংলায় খবরপেতে পড়ুন আমাদেরখেলাবিভাগ।)

Mithali Raj World Record 200 ODI Match Women's Cricket India Women Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy