Advertisement
০৫ মে ২০২৪
Women's T20

মহিলাদের টি-টোয়েন্টিতে মিজোরাম আউট মাত্র ৯ রানে!

পুদুচেরির পালমায়রা ক্রিকেট মাঠে হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল মিজোরাম। কিন্তু ইনিংসে দাঁড়ি পড়ে ১৩.৫ ওভারেই। মিজোরামের ন’জন ফেরেন শূন্য রানে।

মহিলাদের ক্রিকেটে লজ্জাজনক পারফরম্যান্স মিজোরামের। ছবি টুইটারের সৌজন্যে।

মহিলাদের ক্রিকেটে লজ্জাজনক পারফরম্যান্স মিজোরামের। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
পুদুচেরি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৫
Share: Save:

মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে আজব ঘটনা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে মিজোরাম আউট হয়ে গেল মাত্র ৯ রানে। জবাবে প্রথম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল মধ্যপ্রদেশ।

পুদুচেরির পালমায়রা ক্রিকেট মাঠে হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল মিজোরাম মহিলা ক্রিকেট দল। কিন্তু ইনিংসে দাঁড়ি পড়ে ১৩.৫ ওভারেই। মিজোরামের ন’জন ফেরেন শূন্য রানে। এঁরা কেউ খাতা খোলেননি। মাত্র একজন রান পেয়েছেন। তিনি হলেন পাঁচ নম্বরে নামা অপূর্বি ভরদ্বাজ। পাঁচ নম্বরে ব্যাট করতে এসে তিনি করেন ৬। যা আসে ২৫ বলে। একটি বাউন্ডারিও মারেন তিনি। কিন্তু উল্টোদিকে নিয়মিত উইকেট পড়তে থাকায় তিনি অসহায় হয়ে পড়েন।

মিজোরামের হয়ে একমাত্র রান পান অপূর্বিই। বাকি তিন রান আসে অতিরিক্ত থেকে। তবেই স্কোর পৌঁছয় নয়ে। মধ্যপ্রদেশ মোট সাতজন বোলারকে ব্যবহার করে। এর মধ্যে ছয়জন বোলার উইকেট নেন। সফলতম বোলার হলেন তরঙ্গ ঝা। তিনি চার ওভার হাত ঘুরিয়ে দুই রান দিয়ে নেন চার উইকেট।

আরও পড়ুন: বিশ্বকাপে কোহালিদের ফেভারিট বলে চিহ্নিত করলেন সৌরভ​

আরও পড়ুন: পাক শুটারদের ভিসা না দেওয়ার জের, অলিম্পিক কমিটির কড়া নিষেধাজ্ঞার মুখে ভারত

চলতি প্রতিযোগিতায় মিজোরাম অবশ্য ধারাবাহিক ভাবে ব্যটিং ব্যর্থতার শিকার। বুধবার কেরলের বিরুদ্ধেও মাত্র ২৪ রানে দাঁড়ি পড়েছিল তাদের ইনিংসে। সেই ম্যাচেও ১০ উইকেটে হারতে হয়েছিল তাদের। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও হারতে হল দশ উইকেটে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Women's Cricket T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE