Advertisement
E-Paper

ইপিএলে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হল সালাহকে

রুদ্ধশ্বাস ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ হারিয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল। কিন্তু মহম্মদ সালাহ ও রবের্তো ফির্মিনোর চোটের ধাক্কায় উচ্ছ্বাস উধাও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ০১:২৯
সংঘর্ষ: এ ভাবেই আঘাত লাগে সালাহর। শনিবার রাতে। গেটি ইমেজেস

সংঘর্ষ: এ ভাবেই আঘাত লাগে সালাহর। শনিবার রাতে। গেটি ইমেজেস

রুদ্ধশ্বাস ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ হারিয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল। কিন্তু মহম্মদ সালাহ ও রবের্তো ফির্মিনোর চোটের ধাক্কায় উচ্ছ্বাস উধাও। বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচের আগে উদ্বেগ বাড়ছে লিভারপুল শিবিরে।

শনিবার রাতে ম্যাচের ৬৮ মিনিটে নিউক্যাসল গোলরক্ষক মার্টিন দুভ্রাবকরের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান মহম্মদ সালাহ। স্ট্রেচারে শুয়ে মাঠের বাইরে যাওয়ার সময়ে কেঁদেও ফেলেন তিনি। উদ্বেগ ছড়িয়ে পড়ে লিভারপুল সমর্থকদের মধ্যেও। এমনিতেই সেমিফাইনালের প্রথম পর্বে লিয়োনেল মেসি-দের বিরুদ্ধে ০-৩ পিছিয়ে রয়েছে য়ুর্গেন ক্লপের দল। ফাইনালে উঠতে হলে ঘরের মাঠে মঙ্গলবার রাতে অন্তত ৪-০ জিততেই হবে লিভারপুলকে। অথচ মরণ-বাঁচন ম্যাচের চার দিন আগে চোট পেলেন সেরা অস্ত্র সালাহ।

লিভারপুল ম্যানেজার অবশ্য দাবি করেছেন, সালাহর চোট নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। ক্লপ বলেছেন, ‘‘সালাহ ঠিকই আছে। প্রথমে নিউক্যাসল গোলরক্ষকের কোমর সালাহর মাথায় লাগে। পড়ে যাওয়ার সময়ে মাটিতে ধাক্কা খায় ওর মাথা।’’ তিনি যোগ করেছেন, ‘‘আমরা ড্রেসিংরুমে ফিরে দেখলাম, সালাহ বসে আছে। টিভিতে খেলা দেখছে। কোনও রকম অস্বাভাবিকত্ব চোখে পড়েনি। তবে বার্সেলোনার বিরুদ্ধে সালাহ খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। আমাদের অপেক্ষা করতে হবে।’’

সালাহকে নিয়ে আশাবাদী হলেও ক্লপ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনার বিরুদ্ধে ফির্মিনোর খেলার কোনও সম্ভাবনাই নেই। তিনি বলেছেন, ‘‘প্রথম পর্বে পরিবর্ত হিসেবে নেমে চোট পেয়েছিল ফির্মিনো। মঙ্গলবারের ম্যাচে তো বটেই, ওকে বাকি মরসুমেও পাওয়া যাবে কি না তা এখনওই বলা সম্ভব নয়।’’

শনিবার রাতে নিউক্যাসলের বিরুদ্ধে ১৩ মিনিটে ভর্জিল ফান দিক-এর গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু সাত মিনিটের মধ্যেই সমতা ফেরান ক্রিস্টিয়ান আতসু। ২৮ মিনিটে সালাহর গোলে ফের এগিয়ে যায় লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার নয় মিনিটের মধ্যে সমতা ফেরান সলোমান রনদন। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে লিভারপুলের হয়ে জয়সূচক গোল করেন ডিভোগ ওকোস ওরিগি।

এই জয়ের ফলে ৩৭ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ম্যাচে লিভারপুল খেলবে উলফের বিরুদ্ধে। তবে জিতলেও চ্যাম্পিয়ন হওয়ার জন্য সালাহদের তাকিয়ে থাকতে হবে ম্যান সিটির দিকে। কারণ, উলফসকে হারালে ৯৭ পয়েন্ট হবে তাঁদের। ম্যান সিটির বাকি দু’টো ম্যাচ। সোমবার তাদের প্রতিপক্ষ লেস্টার সিটি। শেষ ম্যাচ সের্খিয়ো আগুয়েরো-রা খেলবেন ব্রাইটনের বিরুদ্ধে। সব ম্যাচ জিতলে ৯৮ পয়েন্ট নিয়ে ম্যান সিটি-ই টানা দ্বিতীয়বার ইপিএল চ্যাম্পিয়ন হবে।

Football Mohamed Salah Liverpool Newcastle United Roberto Firminho
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy