রোহিত শর্মা নাকি বিরাট কোহালি, কার ব্যাটিং দেখতে চাইবেন? জানতে চাওয়া হয়েছিল মহম্মদ কইফের কাছে। কোহালির চেয়ে মুম্বইকরকেই পছন্দ করেছেন কইফ।
জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সাফ বলেছেন, “ধরা যাক, একই শহরে একই সঙ্গে দুটো ম্যাচ চলছে। যার একটাতে খেলছে রোহিত শর্মা আর অন্যটাতে খেলছে বিরাট কোহালি। তা হলে আমি রোহিত যে ম্যাচে খেলছে, সেটা দেখতেই যাব।”
আরও পড়ুন: কোহালির দলে ‘কমপ্লিট প্যাকেজ’ নেই, ফিল্ডিং নিয়ে মত অসন্তুষ্ট কইফের