Advertisement
২৬ এপ্রিল ২০২৪
mohammad azharuddin

Mohammed Azharuddin: প্রশাসক থেকে মাঠকর্মী! দেখুন মহম্মদ আজহারউদ্দিনের অন্য রূপ

তিনি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি। বিস্তর ঝামেলার পরেও যে পদে তিনি এখনও আসীন। তবে বাকিদের নির্দেশ দিয়েই শুধু দায় সারেন না।

মহম্মদ আজহারউদ্দিন।

মহম্মদ আজহারউদ্দিন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ২২:৩২
Share: Save:

তিনি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি। বিস্তর ঝামেলার পরেও যে পদে তিনি এখনও আসীন। তবে বাকিদের নির্দেশ দিয়েই শুধু দায় সারেন না। দরকার হলে নিজেও তাঁদের সাহায্য করতে হাত লাগান।

বুধবার মহম্মদ আজহারউদ্দিনের এ রকমই রূপ দেখলেন ক্রিকেট অনুরাগীরা। হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের যোগ্যতা অর্জনের ম্যাচ চলছে। তবে বার বার বৃষ্টিতে থামাতে হচ্ছিল খেলা। সভাপতি হিসেবে মাঠে হাজির ছিলেন আজহার। এক সময় দেখা গেল পিচ বাঁচাতে মাঠকর্মীদের কাজে হাত লাগালেন তিনি। বাকিদের সঙ্গে কভার টেনে এনে ঢেকে দিলেন পিচ।

নেটমাধ্যমে এই ছবি পোস্ট হতেই তুমুল জনপ্রিয় হয়েছে। প্রত্যেকেই আজহারের এমন ভূমিকার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার দাবি করেছেন, সত্যিকারের প্রশাসক কী রকম হয়, আজহারের এই ছবিই তার প্রমাণ।

আজহার নিজে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। স্রেফ নেটমাধ্যমে পোস্ট হওয়া ছবি রিটুইট করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mohammad azharuddin hyderbad cricket association
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE