Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাস দুর্ঘটনা থেকে বাঁচল মোহনবাগান

টিম বাস দুর্ঘটনায় পড়ার বিষয় গুরুত্ব দিতে নারাজ সবুজ-মেরুন শিবির। কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছেন, ‘‘ওই পরিস্থিতিতে সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু তা কেটে গিয়েছে।’’

ভুবনেশ্বরে সুপার কাপের প্রস্তুতিতে শিল্টন। নিজস্ব চিত্র

ভুবনেশ্বরে সুপার কাপের প্রস্তুতিতে শিল্টন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৮ ০৪:৫৫
Share: Save:

সুপার কাপের প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগেই সাময়িক আতঙ্ক মোহনবাগান শিবিরে।

শনিবার সকালে কলিঙ্গ স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুশীলন ছিল মোহনবাগানের। অনুশীলনের পরে দিপান্দা ডিকা-দের বাতানুকুল বাস স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে রাস্তায় ওঠার সময় ধাক্কা মারে স্কাইওয়াকে। যার ফলে বাসের বাতানুকুল যন্ত্রের একাংশ ভেঙে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভিতরে থাকা মোহনবাগানের কোচ, ফুটবলারদের মধ্যে। দ্রুত বাস থেকে নেমে আসেন তাঁরা। পরে আয়োজকরা বিকল্প বাস পাঠিয়ে হোটেলে পাঠায় কিংসলে-দের।

যদিও টিম বাস দুর্ঘটনায় পড়ার বিষয় গুরুত্ব দিতে নারাজ সবুজ-মেরুন শিবির। কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছেন, ‘‘ওই পরিস্থিতিতে সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু তা কেটে গিয়েছে। দল এখন চার্চিল ব্রাদার্স-কে নিয়েই মনোনিবেশ করছে। কারণ, এটা নকআউট টুর্নামেন্ট। দু’একটা ছোট ভুলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো ভুল দূরে সরিয়ে জিততেই হবে রবিবার।’’

আই লিগে প্রথম পর্বে ঘরের মাঠে বারাসত স্টেডিয়ামে গোয়ার দলটিকে মোহনবাগান হারিয়েছিল ৫-০। ফিরতি পর্বে গোয়ায় গিয়েও মোহনবাগান জেতে ২-১। মোহনবাগান কোচ বলছেন, ‘‘আই লিগে প্রথম পর্বের পারফরম্যান্স ধরে চার্চিল ব্রাদার্সকে মূল্যায়ন করলে ভুল হবে। কারণ লিগের শেষ দিকে চার্চিল দলটাকে গুছিয়ে নিয়ে বেশ ভাল খেলেছে। দলটা বেশ শক্তিশালী। বিশেষ করে উইলিস প্লাজা। নিজের দিনে ও ভয়ঙ্কর।’’ চার্চিল ব্রাদার্স কোচ আলফ্রেড ফার্নান্দেজও বলছেন, ‘‘প্লাজা চলে আসায় আমাদের আক্রমণ জোরদার হয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে ও আমাদের তুরুপের তাস।’’

সুপার কাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচে ফিকরু-দের মহমেডান স্পোর্টিং-কে ২-০ হারিয়ে এসেছে মোহনবাগান। অন্য দিকে, বাছাই পর্ব থেকে চার্চিল ব্রাদার্স মূল পর্বে উঠে এসেছে আইএসএল-এর দল দিল্লি ডায়নামোস-কে হারিয়ে।

চার্চিলের বিরুদ্ধে মোহনবাগান কোচের চিন্তা বিপক্ষের উইলিস প্লাজা, দওদা সিসে এবং মনডে ওসাজি-কে নিয়ে। এই ত্রয়ীর মধ্যে ইস্টবেঙ্গলের বাতিল প্লাজা বক্সের সামনে গোলের গন্ধ পেয়ে ঘুরে বেড়ায়। চার্চিল ব্রাদার্সের শেষ ম্যাচেও গোল করেছেন ত্রিনিদাদ ও টোব্যাগোর এই ফুটবলার। বাঁ দিক থেকে সিসে আবার গোলমুখী ঝটিকা আক্রমণ শানাতে দক্ষ। আর রক্ষণ থেকে চুপিচুপি উঠে এসে গোল করে যান দলের অধিনায়ক মনডে ওসাজি। সেই ওসাজি আবার বলছেন, ‘‘ওদের আসল লোক হল দিপান্দা ডিকা। সামান্য সুযোগ পেলেই গোল করে যায়। ওকে নজরে রাখতেই হবে।’’

চার্চিলের এই প্লাজা-মনডে-সিসে ত্রিভুজ আটকাতে এ দিন সকালে রক্ষণ ও মাঝমাঠকে নিয়ে ঘণ্টাখানেক বিশেষ অনুশীলন হয়েছে কিংসলে, ক্যামেরন ওয়াটসন-দের। মোহনবাগান কোচ বলছেন, ‘‘ডিকা, আক্রম-রা ছন্দে রয়েছে। চূড়ান্ত আক্রমণাত্মক হওয়ার বদলে রক্ষণ ও আক্রমণে ভারসাম্য রেখেই জয় তুলে নিতে চাই আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan Football bus accident Super Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE