Advertisement
২০ এপ্রিল ২০২৪
আই লিগে সামনে চার্চিল ব্রাদার্স

জেতার অঙ্ক ছাড়া অন্য কিছু মাথায় নেই ডাফির

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগাম কোনও অঙ্ক বা ম্যাজিক নম্বর নয়। মোহনবাগান স্ট্রাইকার ড্যারেল ডাফির সহজ ব্যাখ্যা, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার সহজ রাস্তা মাঠে নেমে জিতে ফেরা।’’

সঙ্কল্প: সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া ডাফি। নিজস্ব চিত্র

সঙ্কল্প: সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া ডাফি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০৩:৩৯
Share: Save:

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগাম কোনও অঙ্ক বা ম্যাজিক নম্বর নয়। মোহনবাগান স্ট্রাইকার ড্যারেল ডাফির সহজ ব্যাখ্যা, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার সহজ রাস্তা মাঠে নেমে জিতে ফেরা।’’

গত সপ্তাহেই ডাফির দলের সতীর্থ সনি নর্দে বলেছিলেন, ৩৯ পয়েন্টেই নিষ্পত্তি হবে এ বারের আই লিগের চ্যাম্পিয়ন। সবুজ-মেরুন শিবিরের কোচ সঞ্জয় সেনও বলেছিলেন, ‘‘দ্বিতীয় লেগে প্রথম লেগের মতো ছ’টি ম্যাচ জিতলেই চলবে।’’ ডাফি যদিও সেই প্রসঙ্গে না ঢুকে ম্যাচ জেতার তত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

আই লিগে এখনও পর্যন্ত মোহনবাগানের হয়ে ডাফি (৬), জেজে (৪) ও বলবন্ত (৩) মিলে গোল করেছেন ১৩ টা। এ দিন সে কথা মনে করিয়ে সবুজ-মেরুনের স্কটিশ স্ট্রাইকার বলে যান, ‘‘টিমে আমার সঙ্গে পাল্লা দিয়ে গোল করছে জেজে, বলবন্তরাও। এর সঙ্গে যদি মিডফিল্ডাররাও গোলের মধ্যে চলে আসে তা হলে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাব আমরা।’’

আগামী দশ দিনে মোহনবাগানকে ঘরে, বাইরে মিলিয়ে খেলতে হবে ৩ টি ম্যাচ। যার মধ্যে রয়েছে চার্চিল ব্রাদার্স, মুম্বই এফসি এবং বেঙ্গালুরু। মোহনবাগানে কোনও কোনও ফুটবলারের মতে এই তিনটে ম্যাচ থেকে ন’পয়েন্ট এলেই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে যাবে তাঁদের টিম। ডাফি এক্ষেত্রেও কোনও আগাম মন্তব্য না করে সতর্ক সুরে বলছেন, ‘‘এই তিনটে ম্যাচের ফলে কখনওই চ্যাম্পিয়ন নির্ধারণ হবে না। আমরা দু’টো ম্যাচ কম খেলেছি। কাজেই সেই সুবিধা থাকছেই।’’ তিনি আরও বলেন, ‘‘আপাতত ম্যাচ প্রতি পরিকল্পনা করাই ভাল। গোয়ার মাঠে চার্চিল ব্রাদার্স শক্ত চ্যালেঞ্জ। মুম্বই এফসিও বেশ কঠিন প্রতিপক্ষ। এই দু’টো ম্যাচের পর বেঙ্গালুরু নিয়ে ভাবা যাবে।’’

আরও পড়ুন: বেঙ্গালুরুতে নেমেই পিচ-দর্শন স্মিথদের

প্রস্তুতি: বৃহস্পতিবারই গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান। তার আগে অনুশীলনে মগ্ন সনি, বলবন্তরা। নিজস্ব চিত্র

বাগানে যে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে তা এ দিন সকাল এগারোটায় অনুশীলন করাতেই স্পষ্ট। কোচ সঞ্জয় সেনও যে প্রসঙ্গে বলছেন, ‘‘নতুন কোচ আসার পর চার্চিল শেষ দুই ম্যাচে সাত গোল করেছে। গোয়ায় গরম বাড়ছে। সেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই এগারোটায় অনুশীলন ডেকেছিলাম।’’

মোহনবাগান কোচও মনে করছেন, আগামী তিন ম্যাচে আই লিগের নিষ্পত্তি হবে না। তাঁর কথায়, ‘‘আগামী তিন ম্যাচের ফলাফলে কেউ এক শতাংশ এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন ঠিক হবে শেষ পাঁচ-ছ’ রাউন্ডে।’’

সবুজ-মেরুনে পরিকল্পনা ৮ মার্চ কলকাতায় মুম্বই এফসি ম্যাচ খেলে পরদিন বেঙ্গালুরু যাবে দল। সেখানে ১১ ও ১৪ মার্চ সুনীল ছেত্রীদের বিরুদ্ধে আই লিগ ও এএফসি কাপে‌র ম্যাচ খেলে পরদিন শহরে ফিরবেন সনি, কাতসুমিরা। পাঁচ দিন বিশ্রামের পর ফের টিম নিয়ে অনুশীলনে নামবেন সঞ্জয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan I League Darryl Duffy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE