Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mohunbagan

সুহের-ব্রিটোর জোড়া গোল, সাদার্ন সমিতিকে চার গোলে হারাল মোহনবাগান

মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে সাদার্ন সমিতিকে ৪-০ হারাল মোহনবাগান।

চামারোর কাঁধে উচ্ছ্বসিত সুহের। ছবি টুইটার থেকে সংগৃহীত।

চামারোর কাঁধে উচ্ছ্বসিত সুহের। ছবি টুইটার থেকে সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫১
Share: Save:

মোহনবাগান-৪, সাদার্ন সমিতি-০

(সুহের ২, ব্রিটো ২)

কলকাতা লিগ জেতার দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল মোহনবাগান। কিন্তু কিবু ভিকুনার দল সেই হতাশা উড়িয়ে দিয়ে মঙ্গলবার ৪-০ হারাল সাদার্ন সমিতিকে। প্রথম দু'টি গোল করেন ভিপি সুহের। পরে সেই ব্যবধান বাড়ান ব্রিটো।

ম্যাচের সাত মিনিটেই সবুজ-মেরুন শিবিরকে এগিয়ে দিয়েছিলেন সুহের। প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতির পর ৬৩ মিনিটে আবার গোল করেন সুহের। ৭৮ মিনিটে সেই ব্যবধান বাড়ান ব্রিটো। খেলার একদম শেষ মুহূর্তে আরও একটি গোল করেন তিনি। গোল করার আরও সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। প্রথমার্ধে এক বার চামারো সালভার গোল ফাউলের কারণে বাতিলও হয়। সালভাকে বক্সের মধ্যে ট্যাকলের জন্য পেনাল্টির আবেদনও করেন ফুটবলাররা। কিন্তু রেফারি পেনাল্টি দেননি।

এ দিনের জয়ের ফলে ১০ ম্যাচে কিবু ভিকুনার দলের পয়েন্ট দাঁড়াল ১৭। মোহনবাগান উঠে এল চার নম্বরে। ১০ ম্যাচে ১৯ পয়েন্টে শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং। ১৭ পয়েন্টে রয়েছে তিন দল। পিয়ারলেস, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। নয় ম্যাচ খেলে পিয়ারলেসের পকেটে ১৭ পয়েন্ট, তবে গোলপার্থক্যে (প্লাস ১০) অনেক এগিয়ে তারা। নয় ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পকেটে ১৭ পয়েন্ট, গোলপার্থক্যে (প্লাস ৬) পিয়ারলেসের থেকে পিছিয়ে তারা। আর মোহনবাগান একটা ম্যাচ বেশি খেলেছে পিয়ারলেস, ইস্টবেঙ্গলের তুলনায়।

আরও পড়ুন: ক্রিকেট নয়, আমেরিকায় গল্ফ টুর্নামেন্ট খেললেন ধোনি​

আরও পড়ুন: ‘সদানন্দ’ নয় বিশ্বনাথের জীবন, ঋষভে না, টেস্টে ঋদ্ধিই তাঁর পছন্দ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Mohunbagan Eastbengal CFL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE